বর্তমানে বৈদ্যুতিক বিভিন্ন যানবাহনের বিক্রী বেড়েছে দেশের অন্দরে। প্রচুর বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটারে লঞ্চ নিয়েছে। তথাকথিত কোম্পানিগুলোর পাশাপশি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিও দারুণ ব্যবসা চালাচ্ছে। এরকমই এক সংস্থা Ujaas। তারা বেশ সস্তায় দারুণ একটি স্কুটার নিয়ে হাজির হয়েছে। চলুন এই স্কুটার নিয়ে জানাই আপনাদের।
Ujaas এর তরফে লঞ্চ করা নতুন ইলেক্ট্রিক স্কুটারের নাম Ujaas eZy। বাজারে সস্তায় বেশ কিছু স্কুটার থাকলেও Ujaas eZy এর জুড়ি নেই। মাত্র 31,880 টাকা দামেই উপলব্ধ স্কুটার। আর এই স্কুটার নিয়ে এলে আপনার জ্বালানি খরচ হতে চলেছে একেবারে শুন্য।
Ujaas eZy বৈদ্যুতিক স্কুটারটিতে মোট 60V এবং 26Ah এর লেড অ্যাসিড ব্যাটারি প্যাক রয়েছে। সাথে 250W এর বৈদ্যুতিক মোটর যুক্ত রয়েছে। মোট 60 কিমি মাইলেজ সহ সর্বোচ্চ 25 কিমি গতিতে ছুটতে সক্ষম। মাত্র 6-7 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায় গাড়ির ব্যাটারি প্যাক।
এছাড়া Ujaas eZy বৈদ্যুতিক স্কুটারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি থেফট অ্যালার্ম, হুইল লকিং মেকানিজম, ফাইন্ড মাই স্কুটার, এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, রিমোট স্টার্ট, পুশ বাটন স্টার্ট, এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প এবং লো পাওয়ার স্টিয়ারিং অন্তর্ভুক্ত রয়েছে।