TRENDS
Advertisement

70 হাজারের বাজেটে দারুণ স্কুটার লঞ্চ করল Okinawa, মাইলেজ ও বাকি ফিচার্স‌‌‌ দেখে নিন

দেশে ইলেকট্রিক স্কুটারের বিক্রি আজকাল বাড়তেই থাকছে। আর এক্ষেত্রে Ola, Ather এর পাশাপাশি Okinawa এর বাজারও বেড়েছে বেশ অনেকটা। সদ্যই নতুন একটি ই-স্কুটার লঞ্চ করেছে কোম্পানি। স্কুটারটির দাম যেমন কম…

Published By: Ritwik | Published On:

দেশে ইলেকট্রিক স্কুটারের বিক্রি আজকাল বাড়তেই থাকছে। আর এক্ষেত্রে Ola, Ather এর পাশাপাশি Okinawa এর বাজারও বেড়েছে বেশ অনেকটা। সদ্যই নতুন একটি ই-স্কুটার লঞ্চ করেছে কোম্পানি। স্কুটারটির দাম যেমন কম তেমনই উল্লেখযোগ্য ফিচারস রয়েছে তাতে। চলুন তাহলে নতুন স্কুটারটি সম্পর্কে দেখে নেওয়া যাক।70 হাজারের বাজেটে দারুণ স্কুটার লঞ্চ করল Okinawa, মাইলেজ ও বাকি ফিচার্স‌‌‌ দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সদ্যই লঞ্চ হয়েছে Okinawa Lite। লো স্পিডের স্কুটারটি নিত্যকার কাজকর্মের জন্য অত্যন্ত সহায়ক। স্লিক এবং রাউন্ডেড এজের সঙ্গে মডার্ন লুক রয়েছে স্কুটারে। সাথে যুক্ত হয়েছে টপ-নচ টেকনোলজি। DRL সহ LED হেডল্যাম্প, ডিটাচেবল ব্যাটারি, LED উইঙ্কার্স সমেত ব্যাকলাইট ডিজ়াইন এবং স্টাইলিশ অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল স্কুটারের লুক অনেকখানি বাড়িয়ে তুলেছে।

স্কুটারে থাকছে পুশ স্টার্ট অন/অফ। সর্বোচ্চ 25 kmph গতিতে ছুটতে সক্ষম Okinawa Lite। আর এর ফলে যেকোন বয়সের মানুষজন বেশ সহজে স্কুটারটি চালাতে পারেন। ব্লু, সিয়ান, রেড, হোয়াইট এবং ইয়েলো এই সমস্ত কালারের সাথে স্কুটারটি উপলব্ধ। Lite এ থাকা 1.25 kWh এর ব্যাটারি মোট 60 কিলোমিটার মাইলেজ দেয়। আর এই ব্যাটারি চার্জ হতে সময় নেয় 4 থেকে 5 ঘণ্টা।70 হাজারের বাজেটে দারুণ স্কুটার লঞ্চ করল Okinawa, মাইলেজ ও বাকি ফিচার্স‌‌‌ দেখে নিন

দাম: নতুন Okinawa Lite এর দাম রয়েছে মাত্র 74,999 টাকা। কিন্তু একেবারে এত খরচ না করলেও সমস্যা নেই। আপনি মাত্র 2000 টাকা খরচ করেই নতুন স্কুটার বুক করতে পারেন।

About Author