TRENDS
Advertisement

135 কিমি মাইলেজ আর ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা! 40 হাজারের বাজেটে দুর্দান্ত এই দুই ই-স্কুটার

সাধ্যের মধ্যেই দুর্দান্ত এই দুই ই-স্কুটার, চট জলদি চার্জ হওয়ার সাথে সাথে দামও রয়েছে সাধ্যের মধ্যে

Published By: Ritwik | Published On:

বর্তমানে ই-স্কুটারের চাহিদা বেড়েছে। আর চাহিদা পূরণ করতে বাজারে রয়েছে একাধিক কোম্পানি। Ola, Ather এর মতো বড় কোম্পানির পাশাপশি বেশ কিছু স্টার্টআপ কোম্পানিও দারুণ ই স্কুটার নিয়ে এসেছে বাজারে। তেএক মনই দুটি নতুন স্কুটার সম্পর্কে জানাবো আপনাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আজ যে দুটি ই-স্কুটার সম্পর্কে বলতে চলেছি সেগুলো হলো Techo Electra Neo এবং BGauss C12i। চলুন তাহলে দুই স্কুটার কেমন দেখে নেওয়া যাক।

Techo Electra Neo 135 কিমি মাইলেজ আর ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা! 40 হাজারের বাজেটে দুর্দান্ত এই দুই ই-স্কুটার
নতুন এই স্কুটারে বেশ শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। 10 ইঞ্চির চাকা সহ টিউবলেস টায়ার রয়েছে এই স্কুটারে। রয়েছে 12V 20Ah এর ব্যাটারি সেটআপ যা 55 কিমি পর্যন্ত মাইলেজ দেয়। সাধারণ চার্জারের সাহায্যে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যেই স্কুটারটি ফুল চার্জ হয়ে যায়।

135 কিমি মাইলেজ আর ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা! 40 হাজারের বাজেটে দুর্দান্ত এই দুই ই-স্কুটার

উল্লেখ্য যে, এই স্কুটারের সামনে এবং পিছনে, উভয় প্রান্তেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। একটি লম্বা সিট এবং উন্নত সাসপেনশন সহ দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স দেয় Techo Electra Neo। স্কুটারে 250 ওয়াটের একটি পাওয়ার মোটর রয়েছে যা সর্বোচ্চ 25 কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তে ছুটতে সক্ষম। স্কুটারটির এক্স-শোরুম দাম মাত্র 41919 টাকা।

BGauss C12i 135 কিমি মাইলেজ আর ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা! 40 হাজারের বাজেটে দুর্দান্ত এই দুই ই-স্কুটার
এই স্কুটারটির সিটের উচ্চতা 780 মিমি। সমস্ত ধরণের লোকেরা যাতে এই স্কুটার ব্যবহার করতে পারেন সেই ভাবেই তৈরি এই স্কুটার। কম উচ্চতার লোকেরাও সহজেই এটি চালাতে পারেন। BGauss C12i এর সর্বোচ্চ গতি 50 কিমি/ঘন্টা। সামনে 12-ইঞ্চি টায়ার এবং পিছনে 10-ইঞ্চি টায়ার রয়েছে। স্কুটারটির প্রারম্ভিক এক্স শোরুম দাম 99999 টাকা। একবার সম্পূর্ণ চার্জ হলে BGauss C12i
মোট 135 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

About Author