TRENDS
Advertisement

কালো রঙের গাড়ি পছন্দের! জানেন কিনলে কি কি সমস্যায় পড়তে পারেন? শুনলে চমকে উঠবেন

কালো রঙের গাড়ি সবারই পছন্দ। তবে এই রঙে রয়েছে বিশেষ কিছু অসুবিধা। কেনার আগে অবশ্যই জেনে নিন।

Published By: Ritwik | Published On:

একটা ভালো চাকরি, বাড়ি, গাড়ির স্বপ্ন আমরা সবাই দেখে থাকি। পড়াশোনা করে একটা মোটা মাইনের চাকরি বা ব্যবসা দাঁড় করানোর পর সবার মাথাতেই যে চিন্তাটা থাকে তা হল এবার একটা গাড়ি কিনতে হবে। এরপর কত আলোচনা জল্পনা চলে তার ইয়ত্তা নেই। কোন গাড়ির পারফরম্যান্স ভালো কে ভালো মাইলেজ দেয় এরম হাজার একটা রিসার্চের পর আমরা ছুটি গাড়ির শো-রুমের দিকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

শো-রুমে গিয়ে খুব ভাল করে পারফরম্যান্স রিভিউ দেখে নেওয়ার পর, ড্রাইভিং কমফোর্ট চেক করে নেওয়া হয়। পাশাপাশি বুট স্পেস, লেগ রুম, ইনফোটেইনমেন্ট-সহ আরও অনেক কিছুই খতিয়ে দেখা হয় বটে তবে এসবের আগেও যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল, কী রঙের গাড়ি কিনবেন?

আর বর্তমান জেনারেশনের বেশিরভাগ মানুষই একবাক্যে বলবে কালো রঙের গাড়ি। আজকালকার দিনে কালো রঙের গাড়ি দর্শকমনে ভালো রকম জায়গা করে নিয়েছে। তবে জানেন কি কালো রঙের গাড়ি ব্যবহার করার কায়েকটা অসুবিধাও রয়েছে। তাই গাড়ি কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন।

কালো রঙের গাড়ি পছন্দের! জানেন কিনলে কি কি সমস্যায় পড়তে পারেন? শুনলে চমকে উঠবেন

আসলে কালো গাড়ি দেখতে বেশ ভালো লাগে। স্টাইলিশ এবং লাক্সারি লুক আনে। তবে এতে বেশ কিছু সমস্যাও রয়েছে। প্রথমেই মনে রাখবেন, কালো গাড়ি সূর্যালোক বেশি শোষণ করে। ফলে খুব স্বাভাবিকভাবেই গাড়ির ইন্টিরিয়র বেশি গরম হয়। গাড়ির ভেতরে বেশি গরম লাগে।

কালো রঙের গাড়ি পছন্দের! জানেন কিনলে কি কি সমস্যায় পড়তে পারেন? শুনলে চমকে উঠবেন

এছাড়াও গাড়িতে অল্প ধুলো পড়লেই স্পষ্ট বোঝা যায়। যে কারণে ঝাড়পোছের হ্যাপাও বেশি। রোজ নিয়ম করে গাড়ি পরিষ্কার করতে হয়। এমনকি গাড়িতে একটা ছোট্ট আঁচড়ের দাগ পড়লেও তা স্পষ্ট ফুটে ওঠে। ফলে কালো গাড়ির যে কোনও খুঁত ঢেকে রাখতে হয়। গাড়ির রঙ ফ্যাকাশে হয়ে গেলে খুবই বাজে লাগে। তাই কালো গাড়ির ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য খুব ঘন ঘন ওয়াশিং, পলিশিং, ওয়াশিং করাতে হয়।

About Author