Read In
Whatsapp
Auto Tips

পশুর সাথে ধাক্কায় প্রিয় বাহনের ক্ষতি হলে কত ক্ষতিপূরণ পাবেন? জেনে নিন খুঁটিনাটি

রাস্তায় বেরোলে বহু জায়গাতেই গবাদি পশুর অবাধ বিচরণ দেখা যায়। আসলে কৃষি নির্ভর ভারতে চাষবাসের জন্য ব্যবহৃত ক্ষেতের পাশেই তৈরি হয়েছে রাস্তা। আর তারফলে অনেক সময় নানান গবাদি পশু, বিশেষ করে গরু অথবা ষাঁড় রাস্তায় চলে আসে। ফলে দুর্ঘটনা ঘটে চোখের নিমেষে। কিন্তু জানেন কি গবাদি পশুর সাথে সংঘর্ষের পর গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন, নাকি খালি হাতেই ফিরতে হবে আপনাকে? চলুন সেই উত্তর জানাচ্ছি আপনাদের।

আসলে সমস্ত পরিস্থিতির জন্যই আলাদা আলাদা করে বীমা করতে পারেন আপনি। কিন্তু এরকম সচরাচর দেখা যায়না বলে এবার কিছুক্ষেত্রে গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে বিষয়টিকে এড়িয়ে যান। কিন্ত জানিয়ে রাখি যে, এধরনের ক্ষতির জন্যও টাকা দেয় বিভিন্ন বিমা সংস্থা গুলো। বিশেষ করে কম্প্রিহেনসিভ পলিসির ক্ষেত্রে যে কোনও দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করাই যায়।

এছাড়া থার্ড পার্টি পলিসি থাকলে তৃতীয় পক্ষের দ্বারা দুর্ঘটনা, যেমন কোন গাড়ির সঙ্গে ধাক্কা হলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন আপনি। পলিসি অনুযায়ী ছোট থেকে বড়, সমস্ত ক্ষেত্রেই বড় অংকের ক্ষতিপূরণ পাওয়া যায়। এবার গবাদি পশু হোক বা অন্য কোনও জন্তু সব ক্ষেত্রেই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন আপনি। সাধারণ পলিসির ক্ষেত্রে যেভাবে ক্ষতিপূরণ দাবী করেন, একইরকমভাবে এক্ষেত্রেও করতে পারবেন।

মাথায় রাখবেন এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন, গাড়ির যে যে স্থানে ক্ষতি হয়েছে তার তথ্য এবং ছবি সংগ্রহে করে রাখুন। পরবর্তী সময়ে সেগুলো চাইতে পারে বীমা কোম্পানি। তবে পলিসি কেনার আগে একবার বিভিন্ন পলিসির মধ্যে তুলনা করে দেখে রাখবেন। নানান পরিস্থিতিতে নানান রকমের পলিসির ব্যবহারিক গুরুত্ব বেড়ে যায়। এক্ষেত্রে আপনার সমস্ত কিছু খুঁটিয়ে দেখে কেনাই শ্রেয়।

Back to top button