TRENDS
Advertisement

বর্ষায় গাড়ির টায়ার নিয়ে চিন্তা করবেন না, এই তিনটি উপায়ে যত্ন নিন, জেনে নিন বিস্তারিত

তপ্ত গ্রীষ্মের পর এসেছে স্বস্তির বর্ষা। আবহাওয়া কিছুটা মনোরম হলেও এই সময়ে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যন্ত্র সামগ্রীর আলাদা যত্ন তো নিতেই হয়। আর যদি গাড়ি নিয়ে বলা হয়…

Published By: Ritwik | Published On:

তপ্ত গ্রীষ্মের পর এসেছে স্বস্তির বর্ষা। আবহাওয়া কিছুটা মনোরম হলেও এই সময়ে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যন্ত্র সামগ্রীর আলাদা যত্ন তো নিতেই হয়। আর যদি গাড়ি নিয়ে বলা হয় তাহলে তো কথাই নেই। বর্ষাতে রাস্তা ভেজা থাকার কারণে নানান দুর্ঘটনা ঘটতেই থাকে। আবার স্যাঁতসেঁতে আবহাওয়ার ফলে গাড়ির ক্ষতিও হয় বেশ। তাহলে এই সময় কীভাবে নিজের বাহনের পা, অর্থাৎ টায়ারের যত্ন নেবেন আপনি? চলুন সেবিষয়ে জানাচ্ছি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বর্ষাকালে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় টায়ার কতটা গুরুত্বপূর্ন সেটা অনেকেই বুঝতে পারেননা। এরকম বহুবার হয় যে, আপনার টায়ারে বাতাস কম থাকার কারণে দুর্ঘটনা ঘটে। আবার টায়ারের মাঝে কাদা জমে গিয়েও সমস্যার মুখে পড়তে হয়। বর্ষায় বৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন কারণে গাড়ির টায়ারের ক্ষতিও হয় বেশ। তাই এজন্য প্রথমেই দেখে নিন টায়ারে বাতাস রয়েছে কিনা।

বর্ষাকালে পাকা রাস্তা ছাড়লেই সমস্যা বেড়ে যায় বহুখানি। টায়ারে বাতাস না থাকলে কাঁচা রাস্তায় গাড়ি চালানো বেশ বিপদজনক হয়ে পড়ে। অবশ্য শুধু তাই না, টায়ারে বাতাস কম থাকলে ইঞ্জিনকে বেশি জোর দিতে হয়। আর তার ফলে বেড়ে যায় তেল খরচ। আবার ইঞ্জিনেরও ক্ষতি হয়। তাই এই বিষয়টাও মাথায় রাখুন।

একইসাথে এটাও দেখে নিন যে, টায়ার একদম সোজাসুজি রয়েছে কিনা। টায়ার যদি সঠিক ভারসাম্যে থাকে তাহলে। গাড়িকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সেখানে একটু ভুলচুক হলেই স্টিয়ারিং ভারী হয় এবং সেইসাথে ড্রাইভারকে পরিশ্রমও বেশি করতে হয়। বৃষ্টির মরশুমে তাই এই দিকটাও খেয়াল রাখুন। তাছাড়া আপনি নিজের গাড়ির পুরনো টায়ারও বদলে ফেলুন এই সময়। কারণ টায়ারের ক্ষয় হয়ে গেলে আপনি ভেজা রাস্তায় সেরকম নিয়ন্ত্রণ পাবেন না। তাই চটজলদি পুরনো টায়ার পরিবর্তন করে একখানা নতুন লাগিয়ে নিন।

About Author