Read In
Whatsapp
Auto TipsBike Tips

শীতের সময়ে বাইক স্টার্ট করবেন কীভাবে? উপায় জানলে থাকবেনা সমস্যা

দেশে চলছে শীতের মরশুম। ঠান্ডার প্রভাব পড়েছে সারা দেশেই। শীতের সময়ে খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি সবই দারুণ হয় বটে, কিন্তু সমস্যাও রয়েছে সেই নিয়ে। শীতকালে অনেক সময় দেখা যায় বাইক জলদি স্টার্ট হতে চায় না। আর বাইক জলদি স্টার্ট না হলে অফিস বা গুরুত্বপূর্ন কাজের যায়গায় পৌঁছতেও বেশ দেরি হয়। কিন্তু এই সমস্যা আসবেনা যদি কিছু নিয়ম মেনে চলেন। কি সেই নিয়ম? চলুন জানাচ্ছি।

শীতকালে বাইক জলদি স্টার্ট হতে চায়না এই সমস্যা বহুজনের। কিন্তু কিছু টিপস এবং কৌশল অনুসরণ করে আপনি সহজেই বাইকটি চালু করতে পারেন। এর ফলে আপনাকে কোনো ধরনের সমস্যার মুখেই পড়তে হবে না। বাইক স্টার্ট করার টিপসগুলো সম্পর্কেই আলোচনা করবো আমরা।

টিপস সম্পর্কে বলার আগে আপনাদের জানতে হবে কেন বাইক জলদি স্টার্ট হয়না। বাইক দেরীতে শুরু হওয়ার পিছনে অন্যতম কারণ শীতের মৌসুমে ইঞ্জিনের ভেতরের তেল ঠান্ডা হয়ে যাওয়া। আর এর ফলে বাইক স্টার্ট হতে চায় না। এক্ষেত্রে সেলফ স্টার্টের পরিবর্তে কিক স্টার্ট ব্যবহার করলেই কাজ চলবে।

কিন্তু যদি কিক স্টার্টেও কাজ না হয় তাহলে কি উপায়?
যদি আপনার বাইক কিক দিয়েও স্টার্ট না হয়। এমন পরিস্থিতিতে, আপনি সেটিকে ধাক্কা দিয়ে শুরু করতে পারেন। কারো সাহায্য নিয়ে বাইকটিকে প্রথমে ঠেলে অন্য গিয়ারে মোটরসাইকেল স্টার্ট করতে পারেন। এছাড়া বাইকটিকে সাইড স্ট্যান্ডে রাখার অভ্যেস আছে বহুজনের। আপনাদের জানিয়ে দিই যে, শীতকালে বাইকটিকে ডাবল স্ট্যান্ডে পার্ক করার চেষ্টা করুন। এর ফলে বাইকের ভিতরের তেল একদিকে জমে যাওয়ার ভয় থাকবেনা এবং ভারসাম্য বজায় থাকবে।

Back to top button