TRENDS
Advertisement

কুয়াশায় গাড়ি চালালে অবশ্যই মেনে চলুন এই বিষয়গুলো, তাহলে আর বিপদে পড়বেন না

দুর্গাপুজো ফুরোলো, সামনেই কালীপূজা। উৎসবের মরশুমের মাঝে বেশ শীত পড়ে গিয়েছে। এখনই সেভাবে সোয়েটার, মাফলার, চাদর নিতে হচ্ছেনা ঠিকই কিন্তু উত্তুরে হিমেল বাতাস জানান দিচ্ছে শীত ঋতুর আগমন সম্পর্কে। এই…

Published By: Ritwik | Published On:

দুর্গাপুজো ফুরোলো, সামনেই কালীপূজা। উৎসবের মরশুমের মাঝে বেশ শীত পড়ে গিয়েছে। এখনই সেভাবে সোয়েটার, মাফলার, চাদর নিতে হচ্ছেনা ঠিকই কিন্তু উত্তুরে হিমেল বাতাস জানান দিচ্ছে শীত ঋতুর আগমন সম্পর্কে। এই মরশুম অবশ্য ভারতীয় উপমহাদেশে বেশ উপভোগ্য। কিন্তু সকাল সন্ধ্যা কুয়াশার কারণে বেশ সমস্যায় পড়তে হয় মাঝেমধ্যে। কুয়াশায় গাড়ি চালালে অবশ্যই মেনে চলুন এই বিষয়গুলো, তাহলে আর বিপদে পড়বেন না

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ট্রেন চলাচল ব্যাহত হয় ভারী কুয়াশার কারণে। রাস্তায় গাড়ির চলাচলও কমে যায় অনেকখানি। দৃশ্যমানতা কমে আসার কারণে বিপদ ঘটে বহু সময়। সেজন্য এই সময় গাড়ি চালানো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে চিন্তা নেই, আমরা আপনাদের জানাবো কিভাবে গাড়ি চালাবেন এই সময়। শীতকালে গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই বিষয়গুলো।

কুয়াশায় গাড়ি চালালে অবশ্যই মেনে চলুন এই বিষয়গুলো, তাহলে আর বিপদে পড়বেন না

১) প্রথমেই মাথায় রাখতে হবে যে, দৃশ্যমানতা কম থাকার সময় আপনাকে উচ্চ গতি এড়িয়ে চলতে হবে। একইসাথে ওভার টেকিং করাও চলবেনা নিরাপদে গাড়ি চালানোর জন্য। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কিছুটা ধীরে গাড়ি চালালেই বিপদ কেটে যাবে।

২) দ্বিতীয়ত মাথায় রাখতে হবে যে, অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আপনাকে। কুয়াশাচ্ছন্ন অবস্থায়, রাস্তায় আশেপাশের অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা বা ক্র্যাশের ঝুঁকি কমানোর জন্য, অত্যন্ত সচেতন হয়ে গাড়ি চালাতে হবে আপনাকে।

কুয়াশায় গাড়ি চালালে অবশ্যই মেনে চলুন এই বিষয়গুলো, তাহলে আর বিপদে পড়বেন না

৩) কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর সময়, আপনার হেডলাইট এবং ফগ ল্যাম্প খুবই গুরত্বপূর্ণ। আপনি যদি রাস্তার ধারে গাড়ি পার্ক করেন তাহলে রাস্তায় থাকা অন্যান্য চালকদের সতর্ক করতে লাল বাতি জ্বালিয়ে দিন। শীতকালে প্রয়োজনের অতিরিক্ত ফগ ল্যাম্প ব্যবহার করতে হবে আপনাকে। সর্বাধিক দৃশ্যমানতার জন্য নিয়মিত আলো পরিষ্কার করতেও ভুলবেন না যেন।

About Author