TRENDS
Advertisement

বাইকের Modification করছেন? ভুল করেও করবেন না এই কাজ, নাহলে দিতে হবে মোটা জরিমানা

ভারী জরিমানা থেকে বাঁচতে এই কাজ করবেন না ভুলেও, মোটা জরিমানা হতে বাধ্য আপনার

Published By: Ritwik | Published On:

অনেকেই নিজেদের বাইক Bike Modification করে থাকেন। নিজের পছন্দের সওয়ারিকে আকর্ষণীয় করার জন্য এই মডিফিকেশন করতে থাকেন। কিন্তু জেনে রাখা উচিৎ যে, বাইকে যেকোন ধরণের পরিবর্তন দেশের অন্দরে একদম অবৈধ। এক্ষেত্রে পুলিশের কাছে মোটা অংকের চালান এবং সাথে বাইকও আটক করতে পারে প্রশাসন। আপনাদের সুবিধার্থে আমরা আজ জানাবো বাইকে কী কী পরিবর্তন অবৈধ। বাইকের Modification করছেন? ভুল করেও করবেন না এই কাজ, নাহলে দিতে হবে মোটা জরিমানা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) সাইলেন্সারে কোনরকম পরিবর্তন একেবারেই নিষিদ্ধ : অনেক সময় দেখা যায় বাইকের সাইলেন্সার মডিফাই করে বাইকের সাউন্ড বাড়িয়ে নিতে চান বাইকের মালিক। সাইলেন্সার থেকে ফায়ার ক্র্যাকারের শব্দ আজকাল বেশ ভাইরাল হয়েছে। জোরে জোরে শব্দ করার জন্য পুলিশ 5 হাজার থেকে 20 হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।

বাইকের Modification করছেন? ভুল করেও করবেন না এই কাজ, নাহলে দিতে হবে মোটা জরিমানা

2)ডিজাইনার নম্বর প্লেটও নিষিদ্ধ: দেশে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে সরকার। এমন অবস্থায় আপনি গাড়িতে ডিজাইনার নম্বর প্লেট লাগালে মোটা জরিমানা দিতে হতে পারে। 5000 থেকে 10000 পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে এক্ষেত্রে।

3)হেভি ডিউটি হর্নও নিষিদ্ধ: আজকাল বাজারে নানান ধরেনের হর্ন রয়েছে। এগুলো খুব জোরে শব্দ উৎপন্ন করতে সক্ষম। কিমি এই ধরনের হর্ন লাগানোর জন্যও বড় শাস্তির মুখে পড়তে হবে।
বাইকের Modification করছেন? ভুল করেও করবেন না এই কাজ, নাহলে দিতে হবে মোটা জরিমানা

4)মোটরসাইকেলে Rpping ও নিষিদ্ধ: আজকাল, মোটরসাইকেল আরো আকর্ষণীয় করার জন্য তার ওপর একটি ফিল্ম প্রয়োগ করা হয়। এরফলে বাইকের আসল রং ও ডিজাইন জানা যায়নি। জানিয়ে রাখি, এটিও বেআইনি। একইসাথে মোটা জরিমানা সহ বাইক বাজেয়াপ্ত করতে পারে সরকার।

About Author