TRENDS
Advertisement

Unknown Facts: গাড়িতে কেন থাকে এই স্যুইচ? চলুন জেনে নিন

গাড়ির মধ্যে নানান ফিচারস থাকে। আর সেগুলো চালু করার জন্য রয়েছে বিভিন্ন স্যুইচ। অনেক সময় এমন হয় যে, আমরা যে স্যুইচগুলো নিত্য দেখি সেগুলোর ব্যবহারই জানিনা আমরা। তবে গ্রাহকদের প্রয়োজনীয়তার…

Published By: Ritwik | Published On:

গাড়ির মধ্যে নানান ফিচারস থাকে। আর সেগুলো চালু করার জন্য রয়েছে বিভিন্ন স্যুইচ। অনেক সময় এমন হয় যে, আমরা যে স্যুইচগুলো নিত্য দেখি সেগুলোর ব্যবহারই জানিনা আমরা। তবে গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই কিন্তু তৈরি করা হয় সেগুলো। আজ আমরা এক অজানা অথবা কম জানা এক ফিচারের কথা জানাবো আপনাদের।Unknown Facts: গাড়িতে কেন থাকে এই স্যুইচ? চলুন জেনে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গাড়িতে উঠলে দেখা যায় যে, চালকের পাশের কোণেই রয়েছে একটি রোটেটর। আর তার ওপরে ক্রমানুযায়ী লেখা রয়েছে ১,২,৩। আন্দাজে এই স্যুইচ দুই তিনবার টিপে দেখলেও কোনো কাজ হয়নি। তাহলে কি কাজে লাগে এগুলো? চলুন তাই জানাচ্ছি।Unknown Facts: গাড়িতে কেন থাকে এই স্যুইচ? চলুন জেনে নিন

আসলে এই স্যুইচগুলো কাজে লাগে হেডলাইটের লেভেল অ্যাডজাস্ট করার সময়। নামও তাই দেওয়া হয়েছে হেডলাইট লেভেলিং অ্যাডজাস্টার। এর সাহায্যে গাড়ির হেডলাইটের আলো ওঠানো অথবা নামানো যায়। কীভাবে কাজ করে সেটাও দেখে নিন।

গাড়িতে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করে হেডলাইট লেভেলার। সেখানে 1,2,3 লেখা থাকে বিভিন্ন সময়ে হেডলাইটের স্টেজ ঠিক রাখার জন্য। উদাহারণ হিসেবে বলা যায় যে, গাড়িতে চালক একা থাকলে শুন্য অথবা 1 লেভেলে থাকে সেটি।Unknown Facts: গাড়িতে কেন থাকে এই স্যুইচ? চলুন জেনে নিন

এবার গাড়িতে যদি 2-3 জন যাত্রী বসেন তাহলে স্বাভাবিক ভাবেই গাড়িটি কিছুটা পিছিয়ে যায়। এমন অবস্থায় হেডলাইটকে সঠিক উচ্চতায় রাখতে স্টেজ 2 ব্যবহার করা হয়। তবে একসাথে একাধিক লোক চেপে গেলে এবং বুট লাগেজ থাকলে গাড়িটির হেডলাইট আরো খানিকটা পরিবর্তিত হয় তখন স্টেজ 3 ব্যবহার করা হয়।

About Author