TRENDS
Advertisement

শীতকালে এইভাবে গাড়ির ব্যাটারির যত্ন নিলে চলবে বহুদিন, জেনে নিন খুঁটিনাটি তথ্য

শীতকালে গাড়ির ব্যাটারি কাজ করার ক্ষমতা কমে। আসলে এসময় ব্যাটারির কার্যক্ষমতা অনেকখানি কমে যায়। এতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। কখনো গাড়ি স্টার্ট হতেই চায়না তো কখনো গাড়ি চলতে চলতেই…

Published By: Ritwik | Published On:

শীতকালে গাড়ির ব্যাটারি কাজ করার ক্ষমতা কমে। আসলে এসময় ব্যাটারির কার্যক্ষমতা অনেকখানি কমে যায়। এতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। কখনো গাড়ি স্টার্ট হতেই চায়না তো কখনো গাড়ি চলতে চলতেই ব্যাটারি ডাউন হয়ে যায়। আজকের প্রতিবেদনে আমরা জানাবো কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে। চলুন দেখে নেওয়া যাক। শীতকালে এইভাবে গাড়ির ব্যাটারির যত্ন নিলে চলবে বহুদিন, জেনে নিন খুঁটিনাটি তথ্য

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কিছু ছোটখাটো বিষয়ের ওপর নজর দিলেই ব্যাটারির ক্ষতি এবং ব্যাটারি ডাউন সংক্রান্ত সমস্যা এড়ানো সম্ভব। গাড়ির ব্যাটারি সাধারণত তিন থেকে পাঁচ বছরের জন্যই স্থায়ী হয়। আপনি যদি বেশ কয়েকদিন গাড়ি স্টার্ট না করেন অথবা গাড়ির হেডলাইট বদলে দিয়ে বাইরে থেকে অধিক শক্তিশালী হেডলাইট বা হর্ন লাগিয়ে নেন তাহলেও ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

আসলে গাড়ির যেভাবে যত্ন নিতে হয় ঠিক একইরকম ভাবে গাড়ির ব্যাটারির যত্ন নিতে হবে গ্রাহকদের। সময়ে সময়ে ব্যাটারির জল পরিবর্তন করা উচিৎ। একইসাথে ব্যাটারি পরিষ্কার করার সময় ব্যাটারির টার্মিনালে থাকা কাদা, মরিচা বা কোনও ধরণের ময়লা আটকে থাকতে দেখলে তবে তা টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিন।শীতকালে এইভাবে গাড়ির ব্যাটারির যত্ন নিলে চলবে বহুদিন, জেনে নিন খুঁটিনাটি তথ্য

এছাড়া গাড়ি শুরু করার আগে ব্যাটারি-চালিত ফিচার যেমন মিউজিক সিস্টেম, লাইট ইত্যাদি বন্ধ করে দিন। সাথে ঠান্ডায় খোলা জায়গায় গাড়ির পার্কিং এড়িয়ে চলতে হবে আপনাদের। সবসময়ই শেড ইত্যাদির নিচে গাড়ি পার্ক করুন। যেসব যানবাহন বেশ কয়েকদিন স্টার্ট বন্ধ থাকে সেখানে ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কাও বেশি থাকে।

শীতকালে এইভাবে গাড়ির ব্যাটারির যত্ন নিলে চলবে বহুদিন, জেনে নিন খুঁটিনাটি তথ্য

ব্যাটারি পুরানো হলে, সর্বদা সংস্থার দ্বারা সরবরাহ করা ব্যাটারি ইনস্টল করুন। সাথে নতুন ব্যাটারি ইনস্টল করার আগে, ব্যাটারির শক্তি পরীক্ষা করে দেখে নিন। আপনার গাড়ি যদি স্টার্ট করতে অসুবিধা হয় এবং শুরুতেই সমস্যা সহ ক্রমাগত ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে অবিলম্বে সেটিকে একজন মেকানিকের কাছে নিয়ে যান। পুরোনো ব্যাটারি বদলে ফেলে নতুন ব্যাটারি লাগিয়ে নিয়ে ফুল চার্জ করে নিন।

About Author