ধীরে ধীরে সময় বদলাচ্ছে, আর নতুন পণ্যের দাম মুদ্রাস্ফীতি সহ একাধিক কারণে বেড়েছে বহুলাংশে। এমতাবস্থায় ভারতে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা বেড়ে গিয়েছে অনেকখানি। এমনকি কোম্পানি তাদের শোরুমেও সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করছে চাহিদা বাড়তে থাকায়।
তবে শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রিই নয়, সেইসাথে বিভিন্ন কোম্পানি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার উপরে নানা আর্থিক সুবিধাও দিচ্ছে। আপনি বিভিন্ন সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোকে জিরো ডাউন পেমেন্টের সাথে ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন। যদিও সেক্ষেত্রে সুদের পরিমাণ একটু বেশির দিকে থাকবে।
ব্যাংক থেকে সুদ নিতে পারলে তো খুবই ভালো হয়, সেক্ষেত্রে নন ব্যাংকিং সংস্থার চেয়ে সুদের হার অপেক্ষাকৃত কম হয়। যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে তুলনামূলক সুদের হার অনেকটাই বেশি। নতুন গাড়ির ক্ষেত্রে 7% থেকে সুদের অংক শুরু হলেও সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে সেটাই 10% থেকে শুরু হয়।
গাড়ি কেনার জন্য আপনি পূর্ব-অনুমোদিত ব্যক্তিগত লোনেরও ব্যবহার করতে পারেন। যদিও ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য গাড়ির লোন নেওয়ার আগে ক্রেডিট প্রোফাইলে উপলব্ধ ব্যক্তিগত লোনের অফারগুলিও পরীক্ষা করে নেওয়া উচিত। উল্লেখযোগ্য যে, ব্যক্তিগত লোন তুলনামূলকভাবে অনেকখানি সস্তা হয়। তবে এক্ষেত্রে সুদের হার আপনার ক্রেডিট প্রোফাইলের ওপর নির্ভর করবে
উল্লেখযোগ্য যে, যাঁরা বাড়ির জন্য হোম লোন নিয়েছেন, তাঁরা এক্ষেত্রে টপ-আপ হোম লোন। অবশিষ্ট লোনের মেয়াদ এবং বকেয়া লোনের পরিমাণের উপর ভিত্তি করে টপ-আপ হোম লোনের সুবিধা পেয়ে যাবেন।তবে লোন নেওয়ার আগে সমস্ত বস্তু খুঁটিয়ে দেখে নেবেন।