Read In
Whatsapp
Car Tips

সাবধান! আজই বদলে ফেলুন নম্বর প্লেটের এই জিনিসগুলি, অন্যথায় গুনতে হবে ১০ হাজার টাকার জরিমানা

রোজই পথে নামে অসংখ্য গাড়ি। অসংখ্য গাড়ির অসংখ্য নম্বর প্লেট। জায়গা বিশেষে সংখ্যা এবং শব্দের সমন্বয়ে তৈরি হয় গাড়ির নম্বর প্লেট। ভারত সরকার গাড়ির নম্বর প্লেট নিয়ে জারি করেছে এক নয়া নিয়ম। গত ২০১৯ থেকে ভারত সরকার লাগু করেছে হাই সিকিউরিটি নম্বর প্লেট। Number plate

আজকের দিনে কোনও গাড়িতে যদি এই HSNP না থাকে তাহলে নয়া মোটর যান আইনের আওতায় ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এখন আপনি যদি নম্বর প্লেট না লাগিয়ে থাকেন তাহলে তা এক্ষুণি করে নিন এবং বাড়িতে বসে কয়েকটি স্টেপ ফলো করেই হাই সিকিউরিটি নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারেন।

HSRP কি?
প্রথমেই জানাই, HSRP হল হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট। এই হাই সিকিউরিটি নম্বর প্লেট হল একটি অ্যালুমিনিয়ামের তৈরি নম্বর প্লেট, যা গাড়ির সামনে এবং পিছনে লাগানো থাকে। HSRP-এর উপরে বাম দিকে একটি নীল রঙের অশোক চক্র হলোগ্রাম থাকে যা ক্রোমিয়ামের তৈরি। নীচের বাম কোণে একটি অনন্য লেজার-ব্র্যান্ডেড 10-সংখ্যার পিন থাকে।

কিভাবে HSRP নম্বর প্লেট প্রয়োগ করবেন?
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার নতুন HSRP নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং ইঞ্জিনের বিশদ বিবরণ। অনলাইন পেমেন্টের জন্য দরকার হবে আপনার ফোন নম্বর। এতেই আসবে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড।

এর জন্য প্রথমে http://www.siam.in-এ যান এবং উপরের ডানদিকে কোণায় “বুক HSRP” বলে অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনার নিজের নাম, গাড়ির নম্বর, ফোন নম্বর, ইমেইল আইডি, রাজ্য, জেলার মত প্রয়োজনীয় তথ্যগুলি দিন। এরপর এটি সাবমিট করে পরের পাতায় আপনার জেলা নির্বাচন করুন। এরপরে আপনি একটি অপশন পাবেন যেখানে আপনাকে গাড়ির ধরণ নির্বাচন করতে হবে।

Number plate

এরপর গাড়ির ব্র্যান্ড নির্বাচন করতে হবে। ব্র্যান্ডের উপর নির্ভর করে, আপনাকে এই চারটি ওয়েবসাইটের একটিতে পুনঃনির্দেশিত করা হবে: bookmyhsrp.com, orderyourhsrp.com, getmyhsrp.com, makemyhsrp.com। পরবর্তী পৃষ্ঠায় গাড়ির নম্বর, চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর লিখুন এবং ঠিকানা, ফোন নম্বর এবং ইমেল আইডির মত বিবরণ দিতে হবে। এরপর পেমেন্ট করলেই আপনার অর্ডার সম্পূর্ণ হবে।

Back to top button