Read In
Whatsapp
Car Tips

গাড়ি চালানোর সময় ভুলেও করবেননা এই কাজ, মোটা জরিমানার সাথে বাতিল হতে পারে লাইসেন্স

আজকাল নিউজ চ্যানেল খুললেই একটা না একটা সড়ক দুর্ঘটনার খবর চোখে আসবেই। তবে গাড়ি চালানোর সময় কয়েকটা বিষয় মাথায় রাখলেই এই সড়ক দুর্ঘটনা এড়ানো যায়। রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রাইভিং রুল মেনে চলা আবশ্যক। এইসব নিয়ম উপেক্ষা করলে আর্থিক জরিমানার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। চলুন দেখে নিই কী সেই নিয়ম।

Traffic

গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ : গাড়ি চালানোর সময় মোবাইল ফোন হাতে ধরা পড়লে জরিমানা তো হবেই, সেইসাথে ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।

জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামানো : ট্রাফিক নিয়ম অনুযায়ী, জেব্রা ক্রসিংয়ের আগে যানবাহন থামাতে হবে, যাতে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারে। এই ক্রসিংয়ের উপর বা তার বাইরে গাড়ি থামালে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে।

যানবাহনে জোরে গান বাজানো : গাড়ির মধ্যে হাই ভলিউমে গান বাজানো ট্রাফিক আইনের বিরুদ্ধে। নির্দিষ্ট ডেসিবেল অতিক্রম করে গেলে গান বাজালে জরিমানা এবং লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে।

গাড়ি চালানোর সময় ব্লুটুথ ব্যবহার করা নিষিদ্ধ : গাড়ি চালানোর সময় অনেকেই ফোনে কথা বলে বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে মাল্টিটাস্কিং করে। এই আচরণের ফলে জরিমানা তো হতেই পারে এমনকি আপনার ড্রাইভিং লাইসেন্স অবধি বাজেয়াপ্ত হতে পারে।

হাসপাতাল এবং স্কুলের কাছাকাছি হাইস্পিডে গাড়ি চালানো : হাসপাতাল বা স্কুলের কাছাকাছি হাইস্পিডে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।

1684223200487

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চললেই জরিমানা তো এড়াতে পারবেনই পাশাপাশি পরিবেশও সুরক্ষিত থাকবে। কমবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও। তাই প্রতিটি ড্রাইভারেরই এই নির্দেশিকাগুলি অনুসরণ করা আবশ্যক।

Back to top button