ভারতে একাধিক ধরনের গাড়ি উপস্থিত রয়েছে। যেমন ধরুন CNG, Petrol, Diesel, Hybrid, Electric। কিন্তু এদের মধ্যে পেট্রোল এবং ডিজেল চলিত গাড়ির সংখ্যা বেশি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন পেট্রোল গাড়িতে যদি ডিজেল ঢালা হয় তাহলে কি হতে পারে? গাড়ির ক্ষতি হবে কি? কী কী সমস্যা হতে পারে সব বলছি চলুন।
পেট্রোল গাড়িতে ডিজেল ভর্তি করলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে। ইঞ্জিনের কার্যক্ষমতাও কমে যাবে অনেকখানি। কারণ পেট্রোলের চেয়ে ডিজেলের ঘনত্ব অনেকটাই বেশি, আবার ডিজেল পেট্রোলের চেয়ে কম দাহ্য। ফলে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন এবং শ্যাফট অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভুল করে পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে আপনার করনীয় কি?
বিশেষজ্ঞদের মতে, আপনি যদি ভুল করে পেট্রোল গাড়িতে ডিজেল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ আপনি যদি ডিজেলের মাধ্যমে পেট্রোল গাড়ি চালান তাহলে মস্ত ক্ষতি হতে পারে। এই ভুলের পর গাড়ি স্টার্ট করবেন না কোনোভাবেই। প্রথমেই কোনো মেকানিকের কাছে গিয়ে গাড়িটির থেকে জ্বালানী বের করে নিন।
পরবর্তীতে আপনাকে সংশ্লিষ্ট গাড়িটি যে ব্র্যান্ডের সেখানে গিয়ে গাড়ি চেক করাতে হবে। পেট্রোল ইঞ্জিন দীর্ঘ সময় ধরে ডিজেলে চালানো হলে অথবা বারবার চালু করার চেষ্টা করলে ইঞ্জিনে ডিজেল ঢুকে গিয়ে মারাত্মক ক্ষতিসাধন করতে পারে। একবার ইঞ্জিনে ডিজেল প্রবেশ করলে তা বের করা খুবই জটিল। তাই গাড়িতে তেল ভরার সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হবে আপনাকে।