TRENDS
Advertisement

অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি টিপস, কোনোদিনও চুরি যাবেনা আপনার সাইকেল

ভারতীয়দের কাছে নিত্য যাতায়াতের বড় মাধ্যম সাইকেল। বিশেষ করে স্কুল, কলেজ বা টিউশন যাওযার জন্য আজও সাইকেলের ব্যবহার সবচেয়ে বেশি। আবার কিছু জনের শখ থাকে সাইক্লিং করার। কিন্তু বাইরে বেরিয়ে…

Published By: Ritwik | Published On:

ভারতীয়দের কাছে নিত্য যাতায়াতের বড় মাধ্যম সাইকেল। বিশেষ করে স্কুল, কলেজ বা টিউশন যাওযার জন্য আজও সাইকেলের ব্যবহার সবচেয়ে বেশি। আবার কিছু জনের শখ থাকে সাইক্লিং করার। কিন্তু বাইরে বেরিয়ে অনেক সময় দেখা যায় সাইকেলটি আপনার চুরি গিয়েছে। তাহলে কিভাবে রক্ষা করবেন আপনার সাইকেলকে? চলুন জানাচ্ছি আপনাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) ভালো মানের চাবি ব্যবহার করুন : খারাপ মানের লক ভেঙ্গে সাইকেল চুরির ঘটনা নতুন কিছু না, এজন্য আপনাকে ভালো মানের লক ব্যবহার করতে হবে বাইকে। মাথায় রাখবেন U-lock আপনার সাইকেলের জন্য বেটার, কারণ এটি আপনাকে বেশি সুরক্ষা দেবে।

অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি টিপস, কোনোদিনও চুরি যাবেনা আপনার সাইকেল

২) GPS ট্র্যাকার : বর্তমানে প্রযুক্তির রমরমা বাড়তে থাকায় অনলাইনে বিভিন্ন ধরনের জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। সেগুলি বাইকের মধ্যে লাগিয়ে দিলে সাইকেল চুরি করে কার সাধ্য। এমনকি চুরি করলেও আপনি গিয়ে হানা দিতে পারেন সেই ব্যক্তির বাড়িতে আর তারপর নিজের সাইকেল উদ্ধার করে নিয়ে আসতে পারেন।

অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি টিপস, কোনোদিনও চুরি যাবেনা আপনার সাইকেল

৩) প্রতিদিন এক জায়গায় পার্ক করবেন না : এক্ষেত্রেও আপনি দাগী হয়ে যান। অর্থাৎ চোরেরা আপনার গতিবিধি লক্ষ্য করে চুরি করে নিতে পারে বাইকটি। সেজন্য অন্যান্য জায়গায় পার্ক করার চেষ্টা করুন।

৪) বাড়িতে থাকলেও লক করে রাখুন : বাড়ির সামনে অনেকে সাইকেলকে এমনিই ফেলে রেখে দেন, সেক্ষেত্রেও চুরি যাওয়ার সম্ভবনা থাকে। তাই বাড়িতে থাকলেও সতর্ক হোন।

অবশ্যই মাথায় রাখুন এই ৫ টি টিপস, কোনোদিনও চুরি যাবেনা আপনার সাইকেল

৫) সর্বদা সজাগ থাকুন : সাইকেল অথবা যেকোন বাহন নিয়ে বেরোলে অতিরিক্ত সজাগ থাকুন, নচেৎ মহা সমস্যায় ভুগতে হবে আপনাকে। কারণ আপনি সাইকেল নিয়ে বাজার করতে বেরিয়ে কোথাও সেটিকে পার্ক করে দোকানে ঢুকলেন, আর এসে দেখবেন সেটি কোথায় হাওয়া হয়ে গিয়েছে। তাই এইদিকেও খেয়াল রাখতে হবে আপনাকে।

About Author