Read In
Whatsapp
Bike Tips

Bike Winter Care : ভুল করবেন না, তীব্র শীতে এই উপায়ে যত্ন নিন আপনার দুই চাকার

শীতকাল এসেছে। স্বাভাবিক ভাবেই তীব্র শীতল আবহাওয়া চলছে চারিদিকে। এমতাবস্থায় নিজের যেমন যত্ন বদলেছে তেমনই বাহনের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠেছে। নানান রকম যুক্তি টিপস শোনা গেলেও আমরা আজ জানাবো শীতের সময় আপনার দুই চাকার যত্ন নেবেন কীভাবে (Bike Winter Care)। Bike Winter Care

শীতকালে বৈদ্যুতিক স্কুটার এবং বাইকের বিশেষ যত্ন নেওয়া উচিত। তাই আজ আমরা শীতকালীন কিছু টিপস এবং কৌশল সম্পর্কে বলতে চলেছি।

ব্যাটারি স্কুটার বা বাইকের যত্ন নিন এভাবে 

1) ইলেকট্রিক স্কুটার বা বাইকের ব্যাটারির যত্ন নেওয়া জরুরি। ঠান্ডা আবহাওয়াতে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রায় 3 ঘন্টা চার্জ করুন। এই মরসুমে আপনার গাড়ির ব্যাটারি ডিসচার্জ না করার চেষ্টা করাই ভালো কারণ সেক্ষেত্রে ব্যাটারি লাইফ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

2) শীতকালে খোলা জায়গায় গাড়ি পার্কিং এড়িয়ে চলুন। ছায়া আছে এমন জায়গায় গাড়ি পার্ক করা উচিৎ।

3) শীতকালে সময়ে সময়ে স্কুটার এবং বাইকের রক্ষণাবেক্ষণ করুন। এমন পরিস্থিতিতে আপনার দুই চাকার আয়ু বাড়বে এবং সেটি গাড়ি নিরাপদ থাকবে।

টু-হুইলার চালানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

1) শীতকালে টু-হুইলার চালু করার আগে কিছুক্ষণ গরম করে নিন। তাহলে গাড়ির ব্যাটারির ওপর কম চাপ পড়বে। Bike Winter Care

2) দীর্ঘ যাত্রায় অবিরাম গাড়ি চালানো এড়িয়ে চলুন। অন্যথায় গাড়ির ব্যাটারি নষ্ট হবে।

3) ঠান্ডা আবহাওয়ায় উচ্চ গতিতে স্কুটার চালানো হলেও ব্যাটারি নষ্ট হতে পারে।

Back to top button