TRENDS
Advertisement

বাইক বা গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই টিপস, মাইলেজ পাবেন বাম্পার

বাইক চালানোর সময় জোরে ক্লাচ টিপছেন? দেখে নিন বাইক এবং গাড়িতে কি কি সমস্যা হতে পারে সেজন্য

Published By: Ritwik | Published On:

বাইক চালানোর সময় সর্বদা সাবধানতা অবলম্বন করতে হয়। এক্ষেত্রে রাস্তায় যেমন মনোযোগ দেওয়া জরুরি তেমনই গুরুত্বপূর্ন গাড়ির প্রতি সাবধানতা অবলম্বন করা। কারণ বেসামাল ভাবে গাড়ি চালানো হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাইক অথবা গাড়ির ক্লাচ প্লেট। কিন্তু কিভাবে এড়াবেন সেই সমস্যা? চলুন তাই জানাচ্ছি আজ। বাইক বা গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই টিপস, মাইলেজ পাবেন বাম্পার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) সঠিকভাবে ব্রেকের ব্যবহার
হামেশাই দেখা যায় যে, গতিশীল বাইক অথবা গাড়িকে হঠাৎ থামানোর জন্য ব্রেক এবং ক্লাচ একসাথে ব্যবহার করেন। বারংবার এইভাবে ব্যবহার করলে ক্লাচ প্লেট এবং ব্রেক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে প্রথমে বাইক অথবা গাড়ির গতি কমিয়ে নিন তারপর ক্লাচ ও ব্রেক ব্যবহার করুন।

বাইক বা গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই টিপস, মাইলেজ পাবেন বাম্পার

2) ক্লাচের সাথে ভালো সমন্বয় রাখুন
গাড়ি চালানোর সময় অনেকে ক্লাচ অর্ধেক চেপে বাইক চালান। কেউ কেউ বারবার ক্লাচ টিপে এক্সিলারেটরকে ত্বরান্বিত করেন। এর ফলেও ক্লাচ প্লেটের ক্ষতি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বেশিক্ষণ অসাবধান অবস্থায় গাড়ি বা বাইক চালালে ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। তাতে যাত্রার সময় বড় ধরনের সমস্যা দেখা দেবে। বাইক বা গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই টিপস, মাইলেজ পাবেন বাম্পার

3) গিয়ার পরিবর্তন করার সময় সতর্কতা অবলম্বন করুন
উচ্চ গতিতে থাকলে গাড়ি অথবা বাইকের গতি কমিয়ে গিয়ার পরিবর্তন করতে হবে। এবার তাই না করে আপনি যদি উচ্চ গতিতে গিয়ার পরিবর্তন করেন তাহলে ক্লাচ এবং গিয়ার উভয়েরই দারুণ ক্ষতি হবে। এজন্য প্রথমে বাইকের গতি কমিয়ে নিন তারপর গিয়ার পরিবর্তন করুন।

বাইক বা গাড়ি চালানোর সময় মাথায় রাখুন এই টিপস, মাইলেজ পাবেন বাম্পার

4) বাইক চালানোর সময় এটি মাথায় রাখা গুরুত্বপূর্ন
আপনি যদি কম গতিতে বাইক অথবা গাড়ি চালান তাহলে খুব জোরে ক্লাচে চাপ দেওয়া উচিত নয়। যদি ব্রেক লাগাতে হয় তাহলে প্রথমে ক্লাচ হালকা চাপ দিন এবং তারপর ব্রেক ব্যবহার করুন। এতে করে বাইক বা গাড়ির ক্লাচের কোনো ক্ষতি হবে না এবং ইঞ্জিনেও কোনো খারাপ প্রভাব পড়বে না।

About Author