TRENDS
Advertisement

Upcoming Car and Bikes : শীঘ্রই লঞ্চ হবে নতুন 5 গাড়ি এবং বাইক, তালিকা দেখুন এখানে

সম্প্রতি কয়েকটি নতুন দুই চাকা এবং চার চাকা লঞ্চ করার খবর সামনে এসেছে। Hero motocorp তাদের ফ্ল্যাগশিপ Mavrick 440 লঞ্চ করতে চলেছে, সাথে গাড়ি আনছে Mahindra এবং Toyota, Citroën এর…

Published By: Ritwik | Published On:

সম্প্রতি কয়েকটি নতুন দুই চাকা এবং চার চাকা লঞ্চ করার খবর সামনে এসেছে। Hero motocorp তাদের ফ্ল্যাগশিপ Mavrick 440 লঞ্চ করতে চলেছে, সাথে গাড়ি আনছে Mahindra এবং Toyota, Citroën এর মতো কোম্পানি। চলুন তাহলে আসন্ন গাড়ির (Upcoming Car and Bikes) সম্পর্কে জানাই আপনাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Hero Mavrick 440 এবং Xtreme 125R :  Upcoming Car and Bikes : শীঘ্রই লঞ্চ হবে নতুন 5 গাড়ি এবং বাইক, তালিকা দেখুন এখানে
আগামী 23 জানুয়ারী নাগাদ দুটি মোটরসাইকেলের বিশ্বব্যাপী লঞ্চ করার পরিকল্পনা করেছে Hero Motocorp। এর মধ্যে প্রথমটি Harley Davidson এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে তৈরী ফ্লাগশিপ Mavrick 440। রেট্রো-থিমড রোডস্টার হতে চলেছে সেটি। 440 সিসির এয়ার এবং অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে সেখানে। আশা করা যাচ্ছে যে, 2 লক্ষ টাকা দামের ভেতরেই লঞ্চ হবে সেটি।

Mavrick ছাড়াও তালিকায় রয়েছে Xtreme 125R। 125 সিসি স্পোর্টি ইঞ্জিনের সাথে লঞ্চ হবে বাইকটি। Hero Xtreme125R বাইকটি টেক্কা দেবে TVS Raider 125 কে।

2) Citroen C3 Aircross AT:

Upcoming Car and Bikes : শীঘ্রই লঞ্চ হবে নতুন 5 গাড়ি এবং বাইক, তালিকা দেখুন এখানে

চলতি মাসের শেষের দিকেই Citroen India তাদের C3 Aircross গাড়ির অটোম্যাটিক ভেরিয়েন্ট চালু করবে। মাঝারি আকারের SUV-টি ভারতে কোম্পানির পোর্টফোলিওকে আরো প্রসারিত করতে সাহায্য করবে।

3) Mahindra XUV300 Facelift: Upcoming Car and Bikes : শীঘ্রই লঞ্চ হবে নতুন 5 গাড়ি এবং বাইক, তালিকা দেখুন এখানে

Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। 2024 এর শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

4) Toyota Urban Cruiser Taisor: Upcoming Car and Bikes : শীঘ্রই লঞ্চ হবে নতুন 5 গাড়ি এবং বাইক, তালিকা দেখুন এখানে
খুব শীঘ্রই ভারতের বুকে লঞ্চ হবে টয়োটার নতুন Urban Cruiser Taisor। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে Toyota এর নতুন গাড়িটি। Glanza প্রিমিয়াম হ্যাচব্যাকের ওপরের স্লটে লঞ্চ হবে Taisor। সেখানে Fronx এর মতই 1.2L NA পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। সিএনজি ইঞ্জিনের সাথেও গাড়িটির নয়া ভার্সন লঞ্চ করবে Toyota।

About Author