
দেশে ইলেক্ট্রিক গাড়ির বাজার বেশ দ্রুত বিকশিত হচ্ছে। মানুষের মধ্যে EV নিয়ে দোনামনা থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে EV নিয়ে উৎসাহী অনেকেই। আর মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থাও এই সেগমেন্টে নিজেদের নতুন নতুন গতি লঞ্চ করছে। আসন্ন সময়ে ভারতের বাজারে আসতে চলেছে এই 3 EV SUV।
1) Hyundai Creta : ভারতের বাজারে বেশ বিখ্যাত কোরিয়ান সংস্থার এই SUV। এবার খবর আসছে সেই গাড়িটির EV সংস্করণ আসতে চলেছে ভারতের বাজারে। রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে, গাড়িটিকে নিয়ে আপাতত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে কোম্পানি। আগামী 2025 সালের গাড়িটির ইলেক্ট্রিক ভার্সন আসতে পারে। এখনো অবধি যে খবর পাওয়া গিয়েছেন সেখান থেকে জন্য যাচ্ছে যে, Hyundai Creta EV তে 39.2kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক থাকছে। মোট 136bhp এর শক্তির সাথে 395Nm টর্ক সরবরাহ করতে পারবে এই SUV টি। রেঞ্জ হতে পারে 452 কিমি।
2) Tata Punch : Tata Punch গাড়িটির EV ভার্সনের অফিসিয়াল লঞ্চ নিয়ে এখনই বিশেষ কিছুই জানা যায়নি। তবে ছোট আকারের এই SUV টি চলতি বছরেই ভারতের মার্কেটে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন এই SUV তে টু-স্পোক স্টিয়ারিং হুইল সহ 360-ডিগ্রি ক্যামেরা এবং একটি রোটারি ড্রাইভ সহ ইলেকট্রনিক পার্কিং থাকতে পারে। কন্ট্রোলের জন্য Tata’র নতুন 10.25-ইঞ্চির টাচস্ক্রিন এবং নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকার সম্ভবনা রয়েছে। গাড়িটি প্রায় 300 কিলোমিটার রেঞ্জের সাথে আসবে।
3) Tata Harrier : এবছরই অর্থাৎ 2023 সালেই Tata’র নতুন Harrier এর EV ভার্সন আসতে চলেছে ভারতের বাজারে। উল্লেখ্য যে, Tata Harrier-এর EV ভার্সন নতুন Gen 2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। নয়া ভার্সনটি সিগমা আর্কিটেকচারের ওপর নির্ভর বানানো হচ্ছে, যা কিনা আগের ওমেগা ভার্সনের একটি ভারী এবং পরিবর্তিত সংস্করণ। 2023 সালের বৈদ্যুতিক হ্যারিয়ারে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ ADAS প্রযুক্তি থাকতে পারে।