
সদ্যই আমেরিকা সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশে বহু কিছু নিয়েই আলোচনা সারেন তিনি। প্রতিরক্ষা নিয়ে নানান চুক্তিও হয়, কিন্তু তাছাড়াও একটি বিষয় মানুষের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে। আর তাহলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এলন মাস্কের মিটিং। আসলে বেশ কয়েক বছর ধরেই এলন মাস্কের টেসলা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি, এবার কী তাহলে বিড়ালের থুড়ি এলন মাস্কের ভাগ্যের শিঁকে ছিড়ল?
ভারতে নিজেদের বিস্তার করার লক্ষ্য বহুদিন ধরেই রয়েছে। কিন্তু কোনো কিছুতেই ঠিক বাগিয়ে উঠতে পারেনি টেসলা। চিনে বেশ সাড়ম্বরে নিজেদের কারখানা খুললেও ভারতে সেই কার্য থেকে অনেকটা দূরে। সেই কারণেই ভারতে প্রবেশের সুবিধা মঞ্জুর করেনি ভারত সরকার। তবে এবার জানা যাচ্ছে যে, ভারতকে নিজেদের রপ্তানি বেস হিসেবে ব্যবহার করার কথা ভাবছে টেসলা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের এক কর্মী এই বিষয়ে প্রশ্ন করলে বলেন যে, “টেসলার তরফে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা এসেছে, যদিও এখনো নিশ্চিত নয় যে এই তার ফলাফল ইতিবাচক হবে, বিশেষ করে যেহেতু এতে স্থানীয় উত্পাদন এবং রপ্তানি উভয়ই একত্রে জড়িত রয়েছে।” আসলে এক্ষেত্রে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আলোচনা চালাচ্ছে।
টেসলার লক্ষ্য ইন্দো-প্যাসিফিক মার্কেট। আর তাই এবার ভারতের গুরুত্ব বেড়েছে এলন মাস্কের কাছে। যদিও কোনো তরফই এই নিয়ে মুখ খুলতে চাননি। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের সময়ই মাস্ক তার সাথে দেখা করে জানিয়েছিলেন, তিনি মোদীর বড় ভক্ত! সাথে এও উল্লেখ করেন যে, ভারতে বিনিয়োগের জন্য চাপ আসছে তার ওপর।
হয় 21 জুন মাস্ক এও বলেন যে, তিনি নাকি ভারতে বিনিয়োগের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। তবে তার কথা অনুযায়ী শীঘ্রই ভারতে আসবে টেসলা। এবিষয়ে উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী মোদির সফরের এক মাস আগে টেসলার একটি দল ভারত সফরে আসে। বিনিয়োগের ক্ষেত্রে চীনের বাইরেও উৎপাদনের জন্য ভাবছে টেসলা, আর এক্ষেত্রে ভারতের চান্স রয়েছে।
আসলে টেসলা বহুসময় ধরেই ভারতীয় বাজারের ওপর নজর রেখেছে। যদিও এর আগে ভারতে নির্মাণের বদলে চিন থেকে আমদানি করার কারণে ভারতের বাজারে ঢুকতে পারেনি তারা। বহু অনুরোধের পরেও টেসলাকরে ভারতীয় মার্কেটে ব্রাত্যই রাখা হয়। সরকার আমদানি করা গাড়ির ওপর আমদানি শুল্ক কমাতে চায়নি। এরফলে টেসলা ভারতে প্রবেশ করতে পারেনি। যদিও বেশিদিন ভারতের মার্কেটের থেকে দূরে থাকতে পারেনি টেসলা, যেহেতু বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম মার্কেটে পরিণত হয়েছে। বার্ষিক ৫ লাখ ইউনিট EV উৎপাদনের পরিকল্পনা করছে টেসলা। জানা গেছে ২০ লাখ টাকা থেকেই Tesla-র গাড়ি পাওয়া যাবে।