TRENDS
Advertisement

রেকর্ড গড়ল টাটা, নতুন Safari এবং Harrier ভারতের সবথেকে নিরাপদ গাড়ি

Tata motors বহু সময় ধরেই নিরাপদ গাড়ি তৈরী করছে। বাজেটে সেরা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে Tata motors এর গাড়িগুলো সেরা। বড় গাড়ি তো বটেই, মাত্র 5-6 লাখের বাজেটে উপলব্ধ Punch গাড়িতেও…

Published By: Ritwik | Published On:

Tata motors বহু সময় ধরেই নিরাপদ গাড়ি তৈরী করছে। বাজেটে সেরা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে Tata motors এর গাড়িগুলো সেরা। বড় গাড়ি তো বটেই, মাত্র 5-6 লাখের বাজেটে উপলব্ধ Punch গাড়িতেও 5 স্টার সুরক্ষা উপস্থিত রয়েছে। এমতাবস্থায় সদ্যই বাজারে লঞ্চ হওয়া Safari এবং Harrier এর সুরক্ষা নিয়ে উৎসুক আমজনতা। আর সেই ফলাফল সদ্যই বাজারে এসেছে। রেকর্ড গড়ল টাটা, নতুন Safari এবং Harrier ভারতের সবথেকে নিরাপদ গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টাটাদের নতুন দুই SUV Bharat-NCAP ক্র্যাশ টেস্টের পরীক্ষায় পাঁচ-তারা নিরাপত্তা রেটিং পেয়েছে। যার ফলে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে কোম্পানি। বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, নীতিন গড়করি। প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় বিভাগে সর্বোচ্চ নিরাপত্তা রেটিং অর্জনের জন্য টাটা মোটরসের প্রশংসা করেছেন তিনি।

রেকর্ড গড়ল টাটা, নতুন Safari এবং Harrier ভারতের সবথেকে নিরাপদ গাড়ি

এতদিন G-NCAP এর নাম হয়তো অনেকই জানেন কিন্তু Bharat-NCAP সদ্যই এসেছে। ভারতের যানবাহনের মান নির্ধারণ করতে গত আগস্ট মাসে ভারত সরকার এই প্রোগ্রাম শুরু করে। এটি সর্বোচ্চ বৈশ্বিক নিরাপত্তা মানের উপর ভিত্তি করে তৈরি। NCAP বৈশ্বিক যানবাহন নিরাপত্তার জন্য স্বীকৃতি একটি গোষ্ঠী যা দুর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন দিক খতিয়ে দেখে যানবাহনকে রেট করে।

রেকর্ড গড়ল টাটা, নতুন Safari এবং Harrier ভারতের সবথেকে নিরাপদ গাড়ি

NCAP শুন্য থেকে পাঁচ-তারা রেটিং দেয়। যার মধ্যে ক্র্যাশ পরীক্ষায় সেরা হিসাবে বিবেচিত হলে মেলে 5 Star। Bharat-NCAP এর অধীনে রেটিং পেতে গাড়ি প্রস্তুতকারক বা আমদানিকারকদের ফর্ম 70-A তে সরকার-মনোনীত সংস্থার কাছে আবেদন করতে হবে। তারপরে এজেন্সি ভেহিকেল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (AIS)-197 এর উপর ভিত্তি করে তাদের যানবাহনকে রেটিং দেওয়া হবে।

About Author