সদ্যই টাটা ন্যানোর নতুন ডিজাইন সামনে এসেছে। নতুন ন্যানো গাড়িটির ডিজাইন সবাইকেই বেশ চমকে দিয়েছে। বহু মানুষই গাড়িটির ডিজাইনের বেশ প্রশংসা করেছেন। উল্লেখ্য ভারতের তো বটেই সাথে টাটা ন্যানো ছিল পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি। যদিও এটা গাড়ির সবচেয়ে বড় USP হলেও ওই একই কারণে গাড়িটি বেশ ফ্লপ হয় মার্কেটে।
টাটা ন্যানো গাড়িটি প্রথম দিকে বিক্রির রেকর্ড বানালেও পরবর্তী সময়ে ধীরে ধীরে বিক্রি কমতে থাকে। আবার ন্যানোর সুরক্ষা ব্যবস্থা খারাপ থাকায় সেই কারণেও টাটাকে এই গাড়ির ওপর রাশ টানতে হয়। কিন্তু টাটারা ন্যানোকে ফিরিয়ে আনার কথা না বললেও গাড়িটি নিয়ে বাজারে বেশ হাইপ ওঠেছে।
বাজারে আবারও কামব্যাক করতে পারে ন্যানো। দারুণ রকমের ডিজাইন নিয়ে এবং নতুন রুপে বাজারে আসতে পারে টাটা ন্যানো। তবে এবার আর জ্বালানি নয়, নতুন ন্যানো লঞ্চ হবে বৈদ্যুতিক মোটরের সাথে। একবার চার্জে 250 কিমি মাইলেজ দিতে সক্ষম গাড়িটি। শক্তিশালী ব্যাটারী প্যাক মাইলেজ এবং পারফরম্যান্স উভয়ই প্রদান করবে।
টাটা ন্যানোতে ফাস্ট চর্জিংয়ের সুবিধাও দেওয়া হবে। সাধারণ চার্জারের সাহায্যে 5 থেকে 6 ঘণ্টায় গাড়িটিকে চার্জ করা যাবে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। গাড়িতে চারটি এয়ারব্যাগ থাকবে। এছাড়া অটোম্যাটিক হেডল্যাম্প, ক্র্যাশ সেন্সর সুবিধা দেওয়া হয়েছে। পার্কিং সেন্সর এবং ক্রুজ নিয়ন্ত্রণ ফিচারসও থাকতে পারে। 7 লাখের বাজেটে গাড়িটি লঞ্চ করতে পারে টাটা মোটরস। আগামী বছর বাজারে আসতে পারে গাড়িটি।