TRENDS
Advertisement

ভারতেই বিশ্বের সবথেকে বড় গাড়ির কারখানা! পাত্তা পাবে না Tesla ও, বড় চ্যালেঞ্জ দিতে চলেছে এই ভারতীয় কোম্পানি, জানলে খুশি হবেন আপনিও

বৈদ্যুতিক গাড়ির কথা বললে প্রথমেই মাথায় আসে ইলন মাস্কের (Elon Musk) টেসলার (Tesla) কথা। বৈদ্যুতিক গাড়ির বাজারে একরকম একচেটিয়া রাজ করছে আমেরিকান গাড়ি নির্মাতা সংস্থাটি। প্রথাগত বা পুরনো এবং বিখ্যাত…

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক গাড়ির কথা বললে প্রথমেই মাথায় আসে ইলন মাস্কের (Elon Musk) টেসলার (Tesla) কথা। বৈদ্যুতিক গাড়ির বাজারে একরকম একচেটিয়া রাজ করছে আমেরিকান গাড়ি নির্মাতা সংস্থাটি। প্রথাগত বা পুরনো এবং বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থাগুলো বৈদ্যূতিক গাড়ি নিয়ে এসেছে বটে, কিন্তু টেসলার কাছে পাত্তা পায়নি তারা। তবে ভারতের এক সংস্থা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে টেসলার।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপনি যদি ভাবছেন আমরা টাটা অথবা মাহিন্দ্রার কথা বলছি তাহলে ভুল ভাবছেন। বরং যেরকম রিপোর্ট আসছে তাতে আগামী সময়ে টেসলার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে OLA! হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ভারতীয় এই সংস্থা ইতিমধ্যেই ইলেক্ট্রিক স্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে।

এখানে উল্লেখযোগ্য যে, ইতিমধ্যেই OLA বিশ্বের সর্ববৃহৎ টু হুইলার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করেছে। সেই কারখানার নাম রাখা হয়েছে The Future Factory। কিন্তু সেখানেই থেমে নেই তারা। এবার খবর আসছে যে, Ola নাকি এবার বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরীর কারখানাও নির্মাণ করতে চলেছে!

যা রিপোর্ট আসছে তাতে জানা যাচ্ছে যে, Ola-র তৈরি এই নয়া ফ্যাক্টরি Tesla-র Gigafactory কেও হার মানাবে। Ola এর এই উচ্চ অভিলাষের পিছনে রয়েছে তাদের সাফল্য। 2021 সালের ডিসেম্বরে তারা প্রথম স্কুটার লঞ্চ করে। তারপর মাত্র 3 মাসের মধ্যেই তারা সেই সেগমেন্টে নম্বর ওয়ান পজিশন হাসিল করে নেয়।

এবার OLA-এর লক্ষ চার চাকার বাজার। ভারতীয় বাজারে সাফল্যের পরই OLA এর ফাউন্ডার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) সামনে আরো বড় লক্ষ্যমাত্রা রেখেছেন। আর সেই লক্ষ্যে OLA ইতিমধ্যে নেপাল এবং ইতালিতে পা রেখেছে। যদিও নিজেদের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে এখনো কিছুটা সময় লাগবে তাদের।

About Author