TRENDS
Advertisement

Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত…

Published By: Ritwik | Published On:

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত যানবাহনের জায়গায় ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের প্রচলন বেড়েছে। কিন্তু সদ্যই সেগুলোর ব্যাটারির দাম সামনে এসেছে যা সবাইকে দারুণ চমক দিয়েছে।Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইলেকট্রিক গাড়ি তো কিনছেন কিন্তু জানেন কি সেগুলোর ব্যাটারি নষ্ট হলে কত খরচ হবে? সদ্যই এক ব্যাক্তি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর তা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় অনেকের। কারণ বৈদ্যুতিক স্কুটারের বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় Ola Electric এর ব্যাটারির দামে আস্ত একখানা নতুন স্কুটার হতে পারে।

প্রথমেই জানিয়ে দিই 3 বছর অথবা নির্দিষ্ট দূরত্ব যাওযার জন্য ওয়ারেন্টি দেয় সমস্ত সংস্থা। কিন্তু তারপর ব্যাটারি নষ্ট হলে ঠিক কত খরচ করতে হবে জেনে চক্ষু চড়কগাছ বহু মানুষের। ভাইরাল একটি পোস্টে মন্নু ভারদ্বাজ নামক একটি টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় জানান, একটি ব্যাটারি দাম 87,298 টাকা! অর্থাৎ মোটর বাইক অথবা স্কুটার কিনতে পারেন এই দামে।Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

বিষয়টি নিয়ে ওই ব্যক্তি বলেন, Ola S1 এবং S1 Air এর 3 kwh ব্যাটারি প্যাকের দাম পড়বে 66,549 টাকা এবং 4 kwh ব্যাটারি প্যাকের দাম থাকছে 87,298 টাকা। এই দাম দেখে অনেকেরই রুচি উড়েছে বৈদ্যুতিক স্কুটারের ওপর থেকে। অবশ্য শুধু স্কুটার নয়, জানা যাচ্ছে টাটা মোটরসের নতুন Nexon EV এর ব্যাটারি প্যাক ও মোটরের দাম পড়বে 11 লক্ষ টাকা!

About Author