![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/pravaig-dynamics-defy-.jpg)
বেঙ্গালুরু-ভিত্তিক বৈদ্যুতিক যানবাহন স্টার্টআপ, Pravaig Dynamics বিদেশে তাদের প্রথম উৎপাদন কারখানা স্থাপন করতে চলেছে। EV স্টার্টআপটি মার্কিন যুক্তরাষ্ট্র, গাল্ফ এবং ইউরোপীয় দেশগুলিতে বৈদ্যুতিক যানবাহন সরবরাহ করার জন্য সৌদি আরবে কারখানা স্থাপন করতে চলেছে। এই নিয়ে সৌদি আরবের সাথে একখানা চুক্তিপত্রে (MOU) স্বাক্ষর করেছে Pravaig Dynamics।
আপাতত সৌদি আসবে যে কারখানা শুরু হতে চলেছে সেখানে ১০ লাখ বৈদ্যূতিক গাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। গত সপ্তাহেই G20 YEA ইন্ডিয়া সামিট ২০২৩-এ সৌদি-ভারত ভেঞ্চার স্টুডিওর সাথে MOU স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ভারতীয় সংস্থাটি সেখানে EV কো-ডেভেলপমেন্ট থেকে শুরু করে EV নির্মাণ, AI Solutions, উন্নতমানের ব্যাটারি ইত্যাদি তৈরি করতে চলেছে।
Pravaig Dynamics এর প্রতিষ্ঠাতা এবং সিইও সিদ্ধার্থ বাগরি বলেন, এই চুক্তি ভারতীয় স্টার্টআপের জন্য বিশ্বের কাছে তার প্রযুক্তি অফার করার সুযোগ উন্মুক্ত করবে। তিনি যে আসন্ন সময়ে এক প্রজেক্ট নিয়ে খুব আশাবাদী সেকথাও তুলে ধরেন। উল্লেখ্য যে, এই চুক্তি নিয়ে বেশ উৎসাহিত সৌদি দল। সৌদি-ভারত ভেঞ্চার স্টুডিও Pravaig এর সাথে চুক্তিতে ব্যাপক অর্থনৈতিক সুযোগ দেখতে পাচ্ছে বলে জানান সৌদি ইন্ডিয়া ভেঞ্চার স্টুডিওর সিইও মনসুর আলসানুনি।
মনসুর আলসানুনি বলেন, সৌদি আরবের সমর্থন এবং Pravaig Dynamics এর কৌশলগত দক্ষতা একত্রিত হলে আগামী সময়ে আন্তর্জাতিক বাজারে ৩১ বিলিয়ন মার্কিন ডলারের অতুলনীয় অর্থনৈতিক সুযোগ নিয়ে আসতে প্রস্তুত তারা। উল্লেখ্য, EV স্টার্টআপ সংস্থাগুলো ভারতের জন্য Defy electric SUV নিয়ে আসে।
Pravaig Dynamics Defy গাড়িটির রেঞ্জ রয়েছে ৫০০ কিলোমিটার। একবার চার্জেই গাড়িটি অতদূর যেতে পারবে। নতুন এই গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে ২১০ কিলোমিটার। বাজারে বেশ শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসে গাড়িটি। SUV সেগমেন্টের গাড়িটি ৬২০ Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাজারে সেটি লঞ্চ করা হয় ৩৯.৫০ লক্ষ টাকায়। যদিও ২০২৩ এর দ্বিতীয় ত্রৈমাসিকে উৎপাদনে প্রবেশ করার কথা ছিল, কিন্তু এখননো সেই কার্য শুরু হয়নি।