TRENDS
Advertisement

Best Selling Cars : 2023 সালে রেকর্ড বৃদ্ধি পেল গাড়ির বাজার, শীর্ষ বিক্রি হওয়া 10 গাড়ি এগুলোই

গত 2023 সালে ভারতের গাড়ির বাজার লম্বা ঝাঁপ দিয়েছে। স্বাভাবিক নিয়মে এবং আগের মতই Maruti Suzuki সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। টপ সেলিং গাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে টাটা মোটরস এবং…

Published By: Ritwik | Published On:

গত 2023 সালে ভারতের গাড়ির বাজার লম্বা ঝাঁপ দিয়েছে। স্বাভাবিক নিয়মে এবং আগের মতই Maruti Suzuki সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। টপ সেলিং গাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে টাটা মোটরস এবং তৃতীয় স্থানে রয়েছে Hyundai। এছাড়া সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির 7টিই মারুতি সুজুকির, 2টি টাটা মোটরসের এবং একটি Hyundai এর। Best Selling Cars

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গত 2023 সালে মারুতি সুজুকির বেস্ট সেলিং গাড়ি ছিল Swift। মারুতি সুজুকির সুইফ্ট গাড়িটি বিক্রির নতুন রেকর্ড স্থাপন করেছে। মোট 2,03,469 ইউনিট বিক্রির সাথে 15% বিক্রি বেড়েছে সেটির। দ্বিতীয় স্থানে রয়েছে Maruti WagonR। 2022 এর সাথে তুলনা করলে, গত বছর গাড়িটির বিক্রি কমেছে 7%। 2023 সালে মোট  2,01,301 ইউনিট WagonR বিক্রি হয়েছে। 

অন্যদিকে Maruti Baleno তার জনপ্রিয়তা ধরে রেখেছে। 4% বৃদ্ধির সাথে সাথে Baleno গাড়িটির মোট বিক্রি হয়েছে 1,93,989 ইউনিট। উল্লেখযোগ্যভাবে এই সময়ে রেকর্ড গড়েছে Maruti Brezza। গত বছর গাড়িটির বিক্রি বেড়েছে 31%! এই রেকর্ড Compact SUV এর চাহিদাকে প্রতিফলিত করছে। Brezza এর মোট বিক্রি হয়েছে 1,70,588 ইউনিট। Best Selling Cars : 2023 সালে রেকর্ড বৃদ্ধি পেল গাড়ির বাজার, শীর্ষ বিক্রি হওয়া 10 গাড়ি এগুলোই

মারুতির গাড়িগুলোকে সমানে সমানে টক্কর দিয়েছে টাটা মোটরস। দেশীয় কোম্পানিটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি Tata Nexon। আগের বছরের রেকর্ড ধরে রেখেছে গাড়িটি। 2023 সালে মোট  1,70,311 ইউনিট Nexon বিক্রি হয়েছে যার ফলে বাজার বেড়েছে 1%। Nexon এর পরেই রয়েছে Maruti Dzire। 1,57,522 ইউনিট বিক্রির সাথে সাথে গাড়িটির বিক্রি কমেছে 1%। 

সম্পূর্ন তথ্য এখানে তালিকার মাধ্যমে দেওয়া হলো : 

2023 সালের সর্বাধিক বিক্রিত গাড়ি
মডেল2023 2022 
মারুতি সুইফট (+15%)2,03,4691,76,428
মারুতি ওয়াগন-আর (-7%)2,01,3012,17,317
মারুতি বালেনো (+4%)1,93,9891,85,665
মারুতি ব্রেজা (+31%)1,70,5881,30,563
টাটা নেক্সন (+1%)1,70,3111,68,278
মারুতি ডিজায়ার (-1%)1,57,5221,59,919
হুন্ডাই ক্রেটা (+12%)1,57,3111,40,895
টাটা পাঞ্চ (+16%)1,50,1821,29,895
মারুতি ইকো (+9%)1,36,0101,25,074
মারুতি এরটিগা (-3%)1,29,9681,33,814

Best Selling Cars
বেস্ট সেলিং গাড়ির তালিকায় Hyundai এর ভরসা Creta। গাড়িটির মোট 1,57,311 ইউনিট বিক্রি হয়েছে। 12% বৃদ্ধির সাথে বেস্ট সেলিং গাড়ির তালিকায় 7 নম্বরে রয়েছে Creta। 1,50,182 ইউনিট বিক্রি করে 16% বৃদ্ধির সাথে অষ্টম স্থানে Tata Punch। নবম স্থানে রয়েছে Eeco। 9% বিক্রি বেড়েছে ভ্যানটির। কিন্তু দশম স্থানে থাকা Ertiga গাড়িটির বিক্রি কমেছে। মোট 1,29,968টি গাড়ি বিক্রির সাথে Ertiga গাড়িটির বিক্রি কমেছে 3%। 

About Author