সামনেই উৎসবের মরশুম, আর তার আগে কেনাকাটার হিড়িক লেগেই থাকে। মানুষ এসময় নানান জিনিসপত্র কেনাকাটা করতে থাকেন। বিভিন্ন অ্যাপের বড় বড় সেলের কারণে যেমন মোবাইল, জামাপ্যান্ট ইত্যাদি কেনাকাটা চলে তেমনই গাড়ি, বাইকের বিক্রিও এসময় রেকর্ড পরিমাণে চলে। লেটেস্ট ডেটা আমাদের জানাচ্ছে কিভাবে ভারতের অটো সেক্টর রেকর্ড বুস্ট পেয়েছে।
আপনাদের জানিয়ে রাখি যে, 2023 এর সেপ্টেম্বর মাসে মোট 3,63,733 ইউনিট গাড়ি বিক্রি হয়। উৎসবের মরশুমের কারণেই যে এই বিক্রি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে অবাক করার মতো বিষয় এই যে, এসবের মধ্যে মারুতি সুজুকি একাই 50% সেলস করেছে। মার্কেট রিপোর্ট জানাচ্ছে যে, মোট 1,81,343 ইউনিট মারুতি সুজুকি গাড়ি বিক্রি হয়েছে বাজারে।
মারুতি সুজুকির বিপণন ও বিক্রয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব বিষয়টি সম্পর্কে বলেন যে, বর্তমানে ব্রেজার জন্য 40,000 বুকিং, ভিটারা ব্রেজার জন্য 23,000 বুকিং, ফ্রনক্সের জন্য 20,000 বুকিং, জিমনির জন্য 10,000 বুকিং এবং ইনভিক্টোর জন্য 750 টি বুকিং রয়েছে৷
বর্তমান ট্রেন্ডে বেশ পরিবর্তন দেখা গিয়েছে কারণ, আগে যেখানে বেস মডেল বেশি বিক্রী হতো এখন সেখানে টপ ভেরিয়েন্টের চাহিদাই বেশি। Brezza থেকে Fronx সমস্ত গাড়ির ম্যানুয়াল ট্রান্সমিশনের যায়গায় অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে টপ স্পেক গাড়ির বুকিংয়ের সংখ্যা বেড়েছে বনুখানি।