Read In
Whatsapp
Car News

মাত্র 83 হাজার টাকাতেই নিয়ে যান নতুন MG Comet, কিন্তু কীভাবে? দেখে নিন

বাজারে SUV সহ কম্প্যাক্ট সাইজের গাড়ির জনপ্রিয়তা বেশ বেড়েছে। বিশেষ করে বৈদ্যুতিন গফুর বাজারে ইলেক্ট্রিক গাড়িগুলোর বিক্রির সংখ্যা অনেকটাই বেশি। ন্যানোর পর এবার আরো একটি ছোট্ট আকারের গাড়ি বেশ সাড়া ফেলে দিয়েছে। নতুন এই গাড়িটি নিয়ে এসেছে MG Motors। চলুন গাড়িটির সম্বন্ধে জানাই আপনাদের।

বিখ্যাত এবং আইকনিক ব্রিটিশ এয়ারপ্লেন কমেটের নামে নামকরণ করেছে MG। গাড়িটিকে ইলেক্ট্রিক ভেরিয়েন্টে আনা হয়েছে মার্কেটে এবং আসা মাত্রই সাড়া ফেলে দিয়েছে। নতুন ডিজাইনের Comet গাড়িটি টেক্কা দিচ্ছে টাটা মোটরসের Tiago গাড়িটিকে। উল্লেখ্য, মাত্র ২.৯ মিটার লম্বা গাড়িটি ন্যানো এবং অল্টোর থেকে আকৃতিতে সামান্য বড়।

কী কী ফিচার্স থাকছে : এখানে রয়েছে ইলেকট্রিক কুলিং, এছাড়া ২৬.৭ Kwh এর ব্যাটারি প্যাক এবং ১৭.৩ Kwh এর দুই প্রকার ব্যাটারি প্যাক রয়েছে। ব্যাটারী প্যাক অনুযায়ী ৩০০ এবং ২০০ কিমির রেঞ্জ দেয় গাড়িটি। MG Comet সর্বোচ্চ ৪২ PS শক্তি এবং ১১০ Nm এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

এছাড়া রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, কানেক্টেড কার প্রযুক্তি এবং অটো এসি। যাত্রী সুরক্ষার জন্য রয়েছে একাধিক এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

কত দাম গাড়িটির : Comet গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭.৯৮ লক্ষ টাকা থেকে ৯.৯৮ লক্ষ টাকা পর্যন্ত। তবে মাত্র ৮৩,০০০ টাকা দিয়েই গাড়িটিকে বাড়ি নিয়ে যেতে পারবেন আপনি। সেক্ষেত্রে মাত্র ৯.৮% সুদের হারে পাঁচ বছরের জন্য প্রতি মাসে ১৫,৮৩৯ টাকা EMI বাবদ দিতে হবে আপনাকে।

Back to top button