Hero Motocorp তাদের বড় বাইক নিয়ে কাজ করছে। বহুসমহ ধরেই তারা বাজারে বিভিন্ন লো-এন্ডের বাইক লঞ্চ করে আসছে। সেগুলো গ্রাহকদের ভারী পছন্দের হলেও এবার Hero নিজেদের Portfolio দামী গাড়ির দিকে নিয়ে যেতে চাইছে। কিছুদিন আগেই ইন্টারনেটে লিক করে যায় Hero’র Premium Xtreme 200R বাইকের ছবি। সম্প্রতি সেটি লঞ্চ করেছে হিরো।
বাজারে জোর টক্কর দিচ্ছে হিরো। নিজেদের নতুন Xtreme 200S 4V নিয়ে এসে বেশ চমকই দিয়েছে তারা। বিশেষ করে 200 সিসির ফোর-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, ফুয়েল ইনজেকশন এবং অয়েল-কুলড মোটর সহ দুর্দান্ত শক্তিশালী ইঞ্জিনের কারণে বাইকটি বাজারে বাজাজ এবং টিভিএসকে বড় প্রতিযোগিতা ছুঁড়ে দিয়েছে।
Hero Xtreme 200S 4V 8,000 rpm-এ 18.8 bhp শক্তি এবং 6,500 rpm-এ 17.35 Nm পিক টর্ক তৈরি করে৷ গাড়ির নতুন ফিচার দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে যে, আগের তুলনায় অনেকখানি বেশী শক্তির সাথে আসে বাইকটি। 5 স্পিড গিয়ারবক্স আগের থেকে আরও বেশী স্মুথ এবং বেশি শক্তির সাথে আসে।
বাইকটি দেখতেও বেশ মডার্ন এবং স্পোর্টি লুকও রয়েছে সেখানে। 200 সিসির সেগমেন্টে অন্যান্য বাইককে একরকম কঠিন প্রতিযোগিতায় ডেকেছে Hero। উল্লেখ্য, Hero Xpulse twins- এর মতো একই প্ল্যাটফর্মের ওপর তৈরী হচ্ছে Xtreme 200R 4V। একই 200cc এর এয়ার-অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িতে। এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোলের সাথে ব্লুটুথ কানেকটিভিটিও থাকবে। রয়েছে ফোন কল এবং SMS অ্যালার্ট ফিচার।
বাইকটির বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে 1.41 লক্ষ টাকায় (Ex-showroom Delhi)। যা কিনা আগের ভার্সনের থেকে 6000 টাকা বেশি। এখন দেখার Hero Xtreme 200R 4V বাজারে TVS Apache RTR 200 4V , Honda Hornet 2.0, Yamaha FZ 25 এবং Bajaj Pulsar N250 এর সাথে টক্করে কেমন পারফর্ম করে।