Read In
Whatsapp
Celeb's Collection

ভারতের সেরা অলরাউন্ডার জাদেজার কাছে আছে এই এই বিলাসবহুল গাড়ি, দাম শুনে মাথা ঘুরে যাবে

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় রবীন্দ্র জাদেজা যেমন খেলার মাঠে জবরদস্ত পারফর্ম করেন তেমনই তার বিরাট গাড়ির কালেকশন। বহুমূল্য গাড়ি কম নেই তার কাছে। চলুন দেখে নেওয়া যাক জাদেজার গাড়ির কালেকশন কেমন।

1) Rolls Royce 


রবীন্দ্র জাদেজার মালিকানাধীন গাড়ির তালিকায় প্রথম নম্বরে রয়েছে রোলস রয়েস এর বিলাসবহুল গাড়ি। যার প্রারম্ভিক মূল্য 6.22 কোটি টাকা। বিলাসবহুল গাড়িতে 6.6 L পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 591 bhp শক্তি এবং 900 Nm পিক টর্ক উৎপন্ন করে। থাকছে 8-গতির অটোমেটিক গিয়ারবক্স সহ 250 কিমির টপ স্পিড।

2) Audi Q7 


রবীন্দ্র জাদেজার গাড়ির কালেকশনে দ্বিতীয় গাড়ি রয়েছে অডি Q7। Q7 এর প্রারম্ভিক মূল্য 84.70 লক্ষ টাকা। এই গাড়িতে একটি 3.0 L টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে যা গাড়িটিকে 335 bhp সর্বোচ্চ শক্তি এবং 500 Nm পিক টর্ক দেয়। ইঞ্জিনটি 8-স্পীড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে যুক্ত।

3) Audi A4 


তালিকায় তিন নম্বরে রয়েছে Audi A4। গাড়িটির প্রারম্ভিক মূল্য 43.85 লাখ টাকা। বিলাসবহুল গাড়িতে
2.0 L পেট্রোল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 187.74 bhp শক্তি এবং 320 Nm পিক টর্ক দেয়।

4) BMW X1   


BMW X1 জাদেজার কালেকশনে চতুর্থ গাড়ি। গাড়িটির প্রারম্ভিক মূল্য 45.90 লক্ষ টাকা। X1 এ 2.0 L ডিজেল ইঞ্জিন রয়েছে যা এই মোট 192 bhp শক্তি এবং 400 Nm এর পিক টর্ক উৎপন্ন করে। 7-গতির অটোম্যাটিক ট্রান্সমিশনের গিয়ারবক্সের সাথে যুক্ত ইঞ্জিনটি।

Back to top button