TRENDS
Advertisement

হিরো Splendor এবার আরো সস্তায় আরো উন্নত প্রযুক্তির সাথে আসে, দাম জানলে অবাক হতে বাধ্য আপনি

হিরো সম্প্রতি তাদের লো বাজেট সেগমেন্টেও দারুণ সব প্রযুক্তির বাইক নিয়ে আসছে। Splendor Plus এর নয়া ভেরিয়েন্ট যেমন স্টাইলিশ তেমনই শক্তিশালী। এবার নয়া ভার্সনে যুক্ত হয়েছে লেটেস্ট i3s+ প্রযুক্তি। আরো…

Published By: Ritwik | Published On:

হিরো সম্প্রতি তাদের লো বাজেট সেগমেন্টেও দারুণহিরো Splendor এবার আরো সস্তায় আরো উন্নত প্রযুক্তির সাথে আসে, দাম জানলে অবাক হতে বাধ্য আপনি সব প্রযুক্তির বাইক নিয়ে আসছে। Splendor Plus এর নয়া ভেরিয়েন্ট যেমন স্টাইলিশ তেমনই শক্তিশালী। এবার নয়া ভার্সনে যুক্ত হয়েছে লেটেস্ট i3s+ প্রযুক্তি। আরো একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে গাড়িটির লেটেস্ট ভার্সনে। তাহলে কেমন হলো নয়া বাইক দেখে নিন নীচে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

হিরো মোটরসের বাইকরেঞ্জে একটি দূর্দান্ত বাইক Splendor Plus। পরে এই বাইকের বিভিন্ন আলাদা ভার্সন যেমন Super Splendor, Splendor Plus XTEC এবং Super Splendor XTEC নিয়ে এসেছে হিরো। নতুন বাইক এলেও কম দামের Splendor Plus গাড়িটির জনপ্রিয়তা একটুও ক্ষুন্ন হয়নি।

Spelendor plus গাড়িটির দাম শুরু হয় 74 হাজার টাকা থেকে। টপ মডেলের দাম 75 হাজার টাকার আশেপাশে। splendor+ i3s এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিমি। বাইকে রয়েছে 97.2 cc এর একটি ইঞ্জিন রয়েছে। যা মোট 8.02 PS শক্তি এবং 8.05 Nm পিক টর্ক উৎপন্ন করে।

হিরো Splendor এবার আরো সস্তায় আরো উন্নত প্রযুক্তির সাথে আসে, দাম জানলে অবাক হতে বাধ্য আপনি

যাত্রীদের সুবিধার জন্য সেখানে লম্বা সিট দেওয়া হয়েছে। 4 গতির ট্রান্সমিশন যুক্ত রয়েছে ইঞ্জিনের সাথে যা সর্বোচ্চ 87 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সাহায্য করে। সস্তায় ফিচারপ্যকড বাইকের প্রয়োজন হলে আদর্শ Splendor Plus i3S।

About Author