TRENDS
Advertisement

ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন

রোহিত নাকি বাবর, গাড়ির কালেকশনে কে এগিয়ে?

Published By: Ritwik | Published On:

বিশ্বকাপের মেগাম্যাচে ল্যাজে গোবরে হয়েছে পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াই নয়, বরং টিম ইন্ডিয়ার ফুৎকারে যেন উড়েই গিয়েছে চির প্রতিদ্বন্দ্বী। বাইশ গজে যেমন ভারতীয় দল এবং ক্যাপ্টেন ‘Ro-Hit’ শর্মার ব্যাটের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান তেমনই গাড়ির লড়াইয়ে কে এগিয়ে দেখে নেওয়া যাক চলুন।ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

দুই দলের ক্যাপ্টেনের কাছেই রয়েছে জবরদস্ত সমস্ত গাড়ি। কিন্তু কে এগিয়ে? চলুন তাহলে দুই অধিনায়কের গাড়ির কালেকশন দেখে নেওয়া যাক।

রোহিত শর্মা

অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের মতই একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে হিটম্যানের গ্যারেজে। এর মধ্যে আবার রয়েছে নানান SUV এবং স্পোর্টস কার।ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন

রোহিত শর্মার গ্যারেজের গাড়ি এগুলোই –

Skoda Laura – দাম 12.5 লাখ
Toyota Fortuner – দাম 32.5 লাখ
BMW X3 – দাম 62 লাখ
Mercedes GLS 400d – দাম 1.19 কোটি
BMW M5 : দাম 1.73 কোটি
Lamborghini Urus – দাম 3.15 কোটি

ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন

তালিকা দেখে বেশ বুঝতে পারছেন যে, Urus তার সংগ্রহে থাকা সবচেয়ে দামী গাড়ি। 650hp শক্তির সাথে 305 কিমির টপ স্পিড রয়েছে Urus এ। BMW M5 ও কম যায়না। কারণ M5 গাড়িটি আসলে ফর্মুলা ওয়ান এডিশন গাড়ি। রোহিত শর্মার কাছে থাকা সবচেয়ে সস্তার গাড়ি Skoda Laura।

বাবর আজম

ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন
পাক অধিনায়কেরও বেশ ভালই গাড়ির সংগ্রহ রয়েছে। একাধিক বিলাসবহুল চার চাকা রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের সমস্ত ক্রিকেটারের মধ্যে বাবরের কাছেই সবচেয়ে নামী এবং দামী চার চাকা রয়েছে। কালেকশন দেখে নিন নিচে:-

Audi A5 – দাম 72.66 লাখ
BAIC BJ40 Plus Jeep – দাম 35 লাখ
Hyundai Sonata – 20.77 লাখ

ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু গাড়ির কালেকশনে কি এগিয়ে থাকবেন! দেখুন রোহিত শর্মা VS বাবর আজমের কার কালেকশন

তালিকা দেখে বুঝতেই পারছেন যে, ক্রিকেট ম্যাচে যেমন পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছে ভারতীয় দল তেমনই গাড়ির কালেকশনেও রোহিত শর্মার ধারেকাছেও নেই পাক অধিনায়ক বাবর আজম।

About Author