হোন্ডা সহ একাধিক কোম্পানির স্কুটার বেশ বিখ্যাত হলেও স্কুটারের বাজারে সুজুকির Access 125 দারুণ জনপ্রিয়। যেমন classy লুক তেমনই আকর্ষণীয় পারফরম্যান্স। ভারতের বাজারে বিক্রির রেকর্ডও বানিয়েছে Access। আর আজ আমরা জানাবো কীভাবে এই স্কুটারটি সস্তায় আপনার হতে পারে।
Suzuki Access স্কুটারটি মোট 3টি ভ্যারিয়েন্টে বিক্রি হয়। যেগুলি হলো স্ট্যান্ডার্ড, স্পেশাল এডিশন এবং রাইড কানেক্ট এডিশন। এগুলোর দাম শুরু হয় 79,400 থেকে 89,500 টাকা (সমস্ত দাম Ex-Showroom price)। বিভিন্ন ফিচার অনুযায়ী গাড়ি তিনটির দাম আলাদা আলাদা। কিন্তু আপনার যদি এই বাজেট না থাকে তাহলে 10 হাজার টাকায় কিভাবে স্কুটারটি কিনবেন সেই উপায় দেখতে ভুলবেন না যেন।
আগে দেখে নিন কেমন ফিচারস রয়েছে স্কুটারে:-
Suzuki Access 125 এর ফিচারস : Access 125 এ একটি 124cc SOHC 2-ভালভের One Cylinder ইঞ্জিন রয়েছে। 8.7 PS শক্তির সাথে 10 Nm টর্ক উৎপন্ন করে। গাড়িটির BS6 ভার্সন লেটেস্ট E20 জ্বালানিতে (পেট্রোলের সাথে 20% ইথানলের মিশ্রণ) চলতে পারে।
অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে LED হেডল্যাম্প, USB সকেট, বড় 21.8 লিটারের বুটস্পেস। তাছাড়া সামনেও র্যাক রয়েছে স্টোরেজের জন্য। নতুন পার্ল শাইনিং বেইজ রংয়ের সাথে গাড়িটিকে লঞ্চ করেছে কোম্পানি। মোট 13টি কালারে উপলব্ধ এই বেস্ট সেলিং স্কুটার।
Suzuki Access 125-এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম 79,400 টাকা। সেখানে ড্রাম ব্রেক রয়েছে। যদিও অ্যায় হুইল নিতে গেলে আপনার খরচ বেড়ে হবে 79,600 টাকা। স্ট্যান্ডার্ড ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের জন্য 83,100 টাকা দিতে হবে আপনাকে। ড্রাম ব্রেক সহ টপ-স্পেক রাইড কানেক্ট এডিশনের দাম 85,500 টাকা এবং ডিস্ক ব্রেক সহ দাম 89,500 টাকা।
তাহলে 10 হাজার টাকায় কিনবেন কিভাবে?
সুজুকি অ্যাক্সেস 125 স্পেশাল এডিশনের এক্স-শোরুম দাম 85,300 টাকা। অন-রোড দাম পড়বে 1,02,250 টাকা। এক্ষেত্রে আপনি 10,000 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা লোন নিয়ে নিয়ে পারেন। 3 বছরের জন্য 92,250 টাকা লোন নিলে আপনাকে সুদ দিতে হবে 9.7%। সেক্ষেত্রে মাসিক EMI খরচ পড়বে 2,964 টাকা।