TRENDS
Advertisement

বুলেটের থেকেও ভালো এই তিনটি বাইক পাবেন বুলেটের অর্ধেক দামে, দেখে নিন সম্পূর্ন তালিকা

বুলেট নয়, দেখতে পারেন এই তিনটি বাইক, বুলেটের অর্ধেক দামেই মিলবে সেরা ফিচারস

Published By: Ritwik | Published On:

গত 1 সেপ্টেম্বর সাড়ম্বরে লঞ্চ হয়েছে নতুন Bullet 350। নতুন ভার্সন আরো দমদার হয়ে ওঠেছে। সেই সাথে দামও বেড়েছে বাইকের। নতুন বুলেটের এক্স শোরুম দাম রয়েছে 1.74 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকা। আপনিও যদি বুলেটের থেকে সস্তায় বাইক কিনতে চাইছেন তাহলে আরো তিনটি দারুণ অপশন রয়েছে আপনার কাছে। চলুন দেখে নেওয়া যাক কী কী অপশন রয়েছে আপনার কাছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Royal Enfield Hunter বুলেটের থেকেও ভালো এই তিনটি বাইক পাবেন বুলেটের অর্ধেক দামে, দেখে নিন সম্পূর্ন তালিকা
Royal Enfield এর বাইক চাইলে ভালো অপশন হতে পারে Hunter। বুলেটের থেকে অনেকটাই কম দাম Hunter এর। দাম বাড়লেও সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন নয়া হান্টার।

নিচে দাম দেখে নিন
রয়াল এনফিল্ড বাইকের নতুন এক্স-শোরুম দাম :
রয়্যাল এনফিল্ড হান্টার ফ্যাক্টরি ভেরিয়েন্ট – 1.49 লাখ টাকা
রয়্যাল এনফিল্ড হান্টার ড্যাপার ভেরিয়েন্ট – 1.70 লাখ টাকা
রয়্যাল এনফিল্ড হান্টার রেবেল ভেরিয়েন্ট – 1.75 লাখ টাকা

2) Jawa 42 বুলেটের থেকেও ভালো এই তিনটি বাইক পাবেন বুলেটের অর্ধেক দামে, দেখে নিন সম্পূর্ন তালিকা
Jawa এর এই বাইকটিও দারুণ জনপ্রিয়। Jawa 42 Bobber বাইকটিও besh শক্তিশালী এবং স্টাইলিশ। বুলেট 350 এর থেকে সামান্য কম দাম এই বাইকের। Jawa 42 তে 294.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকে। মোট 27 hp শক্তি উৎপন্ন করে বাইকটি। 1.72 লাখের এক্স শোরুম দামে কিনতে পারেন Jawa 42।

3) TVS Ronin 225 বুলেটের থেকেও ভালো এই তিনটি বাইক পাবেন বুলেটের অর্ধেক দামে, দেখে নিন সম্পূর্ন তালিকা
Bullet এবং Ronin এর তুলনা হয়না। কিন্তু বাইকটির ডিজাইনের তুলনা হয়না। 225 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ দারুণ রাইডিং স্টান্স রয়েছে বাইকে। ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল ABS পাবেন Ronin 225 এ। 40-45 কিমি মাইলেজ সহ রোনিন 225 এর এক্স শোরুম দাম 1.49 লক্ষ টাকা।

About Author