TRENDS
Advertisement

এই তিনটি সেরা গাড়ির ওপর কাজ চালাচ্ছে মারুতি সুজুকি, শীঘ্রই লঞ্চ হবে এই দুটি গাড়ি

ভারতের অটোমোবাইল সেক্টরে একটি বড় কোম্পানি মারুতি সুজুকি। দেশে বিক্রী হওয়া সেরা দশটি গাড়ির মধ্যে শীর্ষ ভাগই তাদের দখলে। নানান সেগমেন্টে মারুতি দেশের বেস্ট সেলার। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে এখনো…

Published By: Ritwik | Published On:

ভারতের অটোমোবাইল সেক্টরে একটি বড় কোম্পানি মারুতি সুজুকি। দেশে বিক্রী হওয়া সেরা দশটি গাড়ির মধ্যে শীর্ষ ভাগই তাদের দখলে। নানান সেগমেন্টে মারুতি দেশের বেস্ট সেলার। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে এখনো দেখা জায়নি জাপানি কোম্পানিটিকে। কিন্তু লেটেস্ট খবর জানাচ্ছে যে, শীঘ্রই সেই সেক্টরেও দেখা যাবে মারুতি সুজুকিকে।এই তিনটি সেরা গাড়ির ওপর কাজ চালাচ্ছে মারুতি সুজুকি, শীঘ্রই লঞ্চ হবে এই দুটি গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মারুতি সুজুকি তাদের গাড়ি নিয়ে কাজ চালাচ্ছে। কারণ আগামী বছরই নতুন সুইফ্ট এবং ডিজায়ার লঞ্চ করবে তারা। জনপ্রিয় হ্যাচব্যাক Swift এবং Compact Sedan Dzire এর নতুন ভার্সন আরো চমকপ্রদ হতে চলেছে। একইসাথে বৈদ্যুতিক গাড়ি নিয়েও কাজ চালাচ্ছে মারুতি সুজুকি। শিঘ্রই গাড়ির প্রোটোটাইপ দেখা যেতে পারে।

এই তিনটি সেরা গাড়ির ওপর কাজ চালাচ্ছে মারুতি সুজুকি, শীঘ্রই লঞ্চ হবে এই দুটি গাড়ি

আগামী 2025 সালে, কোম্পানি EVX কনসেপ্ট গাড়ির ওপর ভিত্তি করে নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে। আপাতত এই তিনটি গাড়ি নিয়ে কাজ চালাচ্ছে মারুতি সুজুকি। Swift এবং Dzire গাড়িদুটি আগে লঞ্চ হবে বাজারে। 1.2-লিটারের তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে সেখানে। টিকবে টয়োটার হাইব্রিড ইঞ্জিন টেকনোলজিও দেখা যেতে পারে সেখানে।

maruti suzuki evx
maruti suzuki evx

আপাতত Swift এবং Dzire আসবে বাজারে। চলতি মাসেই টোকিওতে প্রথমবারের জন্য দেখা মিলবে নতুন Swift এর। কিন্তু EVX প্ল্যাটফর্মের ওপর নির্মিত বৈদ্যুতিক SUV দেখা যাবে 2025 সাল নাগাদ। উল্লেখ্য যে, গাড়িতে 60kWh ব্যাটারি প্যাক থাকবে। আর সেটির রেঞ্জ থাকবে 500 কিমি!

About Author