পুজোর আগে আরো নতুন দুটি বাইক লঞ্চ করেছে Honda। বাজারে এসেছে Honda CB350 এর দুইটি নতুন সংস্করণ। আকর্ষনীয় এবং রঙ থাকছে বাইক দুটিতে। নয়া এডিশনের ইঞ্জিনে পার্থক্য না থাকলেও পরিবর্তন রয়েহে ডিজাইনে। চলুন দেখে নেওয়া যাক বাইক দুটি কীরকম।
Honda CB350 এর পুরোনো মডেলের মতই হোন্ডার Big Wing ডিলারশিপ থেকে একইসাথে নতুন মডেল গুলিও কিনতে পারেন। নতুন ডিজাইনে বাইকের ফুয়েল ট্যাংকের ডিজাইনেও পরিবর্তন এসেছে। সেখানে নতুন পার্ল সাইরেন ব্লু রং এবং Legacy Edition Badge যুক্ত থাকবে। আবার CB350RS Hue এডিশনে থাকবে দুটি ভিন্ন রঙ। দুই লিগ্যাসি সংস্করণ খুবই জলদি বাজারে উপলব্ধ করা হবে।
CB350RS হিউ এডিশনে একটি নতুন স্পোর্টস রেড এবং অ্যাথলেটিক ব্লু মেটালিক পেইন্ট স্কিম রয়েছে যার সাথে আকর্ষণীয় ট্যাঙ্ক গ্রাফিক্স এবং চাকা এবং ফেন্ডার উভয়েই স্ট্রাইপ রয়েছে। এই রঙের ছাপ বডি কালার রিয়ার গ্র্যাব হ্যান্ডেল এবং হেডলাইট কভারেও রয়েছে। মোটরসাইকেলের বডি গ্রাফিক্স নতুন এবং ফুয়েল ট্যাঙ্কে একটি লিগ্যাসি এডিশন ব্যাজ রয়েছে যা 1970 এর দশকের কিংবদন্তি CB350 দ্বারা অনুপ্রাণিত বল স্পষ্ট বোঝা যাচ্ছে।
মোটরসাইকেলের ডিজাইনে পরিবর্তন ছাড়া আর নতুন কিছু নেই। আগের মতোই সেখানে 348.36 সিসির, এয়ার-কুলড, 4-স্ট্রোক, ওয়ান-সিলিন্ডার BSVI OBD2 PGM-FI ইঞ্জিন থাকবে। যা মোট 20.78 bhp শক্তি এবং 30 Nm পিক টর্ক আউটপুট উৎপন্ন করে৷ ইঞ্জিনটি যুক্ত থাকে একটি 5-গতির গিয়ারবক্সের সাথে।
CB350 লেগাসি এডিশনের এক্স শোরুম দাম 2.16 লাখ টাকা এবং CB350RS Hue Edition এর এক্স শোরুম দাম 2.19 লাখ টাকা। উল্লেখ্য আগের Deluxe ভার্সনের থেকে 1500 টাকা বেশী দামে লঞ্চ হয়েছে Legacy Edition। শীঘ্রই সারা দেশে ডেলিভারি শুরু হবে বাইকের ৷ হোন্ডার এই পণ্যগুলিতে 10-বছরের ওয়ারেন্টি প্যাকেজও থাকবে। যেখানে 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির সাথে আপনি 7 বছর পর্যন্ত সেটি বাড়িয়ে নিতে পারেন।