TRENDS
Advertisement

Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার আনছে বাজাজ! দাম কত জানেন?

পুরনো কোনো কিছুকে নতুন করে লঞ্চ করতে জুড়ি নেই বাজাজের। নয়া অবতারে বাজারে এসেছে চেতক। বিক্রিও দারুণ হয়েছে স্কুটারটির। এবার পালা বিখ্যাত ‘সানি’র। খবর আসছে বাজারে আবারো ফিরতে পারে বাজাজ…

Published By: Ritwik | Published On:

পুরনো কোনো কিছুকে নতুন করে লঞ্চ করতে জুড়ি নেই বাজাজের। নয়া অবতারে বাজারে এসেছে চেতক। বিক্রিও দারুণ হয়েছে স্কুটারটির। এবার পালা বিখ্যাত ‘সানি’র। খবর আসছে বাজারে আবারো ফিরতে পারে বাজাজ সানি। তবে এই জ্বালানি ইঞ্জিনের সাথে নয়, খবর আসছে যে শীঘ্রই ব্যাটারি চালিত ইঞ্জিনের সাথে আসছে নতুন সানি।Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার আনছে বাজাজ! দাম কত জানেন?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অত্যাধুনিক বৈদ্যুতিক পাওয়ারট্রেন স্কুটারের টু-স্ট্রোক মোটরের জায়গা নেবে। সম্প্রতি সেটির একটি স্পাই টেস্টিংও সামনে এসেছে। বাজাজ অটো থেকেও একটি নতুন পণ্য লঞ্চের খবর বাইরে এসেছে। আর তাই দুইয়ে দুইয়ে চার করতে কোনো অসুবিধা হয়নি। নতুন স্কুটার নিয়ে কি কি জন্য যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক ।

স্পাই ইমেজ দেখে এটা খুব স্পষ্ট যে স্কুটারের ডিজাইন 1990 এর দশকে বিক্রি হওয়া সানির সাথে সামঞ্জস্যপূর্ণ। গোলাকার হেডল্যাম্পের সাথে দীর্ঘ ফেন্ডার এবং একটি পাতলা বডিলাইন থাকবে সেখানে। যদিও ডিজাইনটি একই রকম, সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক পাওয়ারট্রেনই স্কুটারটিকে আলাদা করে। ফুটবোর্ডে মাউন্ট করা বড় ব্যাটারি প্যাকও দেখা যাচ্ছে।

Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার আনছে বাজাজ! দাম কত জানেন?
Source: autocar india

সানি ই-স্কুটারটি বেশ ছোট বলেই মনে হচ্ছে। উল্লেখ্য যে, ডিজাইন থেকে এটা স্পষ্ট যে, চেতক প্ল্যাটফর্ম ব্যবহার করবে না বাজাজ। সানি ইলেকট্রিক স্কুটারে হাব-মাউন্টেড মোটর থাকবে। যদিও Chetak এর 2.9 kWh ইউনিটের তুলনায় শক্তিশালী হবে বলেই মনে হচ্ছে। চেতকের নীচে থাকবে স্কুটারটি এবং সেইসাথে ধারণা করা হচ্ছে যে, গাড়িটির দাম থাকবে 1 লক্ষ টাকার আশেপাশে।

About Author