বিশ্বের দুই তাবৎ সংস্থা Harley Davidson এবং Triumph একইসাথে ভারতের বাজারে দুটি বাইক লঞ্চ করেছে। দুটি কোম্পানিই অবশ্য তাদের ভারতীয় পার্টনারদের সাথে মিলে বাইক দুটিকে লঞ্চ করেছে। ওল্ড ফ্যাশনের নিও রেট্রো লুকের বাইক দুটি বাজারে বেশ হাইপ তুলেছে। Hero এর সাথে মিলে Harley Davidson তাদের X440 বাইকটিকে বেশ আগ্রাসী মূল্যেই লঞ্চ করেছে।
নয়া HD X440 গাড়িটি বাজারে আসার পর থেকেই বেশ উৎসাহ তৈরি হয়েছে। দেশের সবচেয়ে সস্তা Hd x440 এর দাম সামনে এসেছে। কিন্তু জানেন কি যে, আপনার শহরে বাইকটির অন রোড দাম কত?
দেখে নিন কোন শহরে বাইকটির তিনটি ভ্যারিয়েন্ট কত কত দামে বিক্রি হচ্ছে :-
কলকাতা : Harley-Davidson X440 ডেনিম 2,74,091 টাকা, ভিভিড ভেরিয়েন্ট 2,96,512 টাকা এবং S ভেরিয়েন্টের দাম 3,18,933 টাকা।
মুম্বই : ডেনিম ভেরিয়েন্ট 2,78,671 টাকা, ভিভিড ভেরিয়েন্ট 3,01,492 টাকা এবং S ভেরিয়েন্টের দাম 3,24,313 টাকা।
বেঙ্গালুরু : ডেনিম 2,97,610 টাকা, ভিভিড 3,22,027 টাকা এবং S ভেরিয়েন্ট 3,46,444 টাকা।
চেন্নাই : ডেনিম 2,69,511 টাকা, ভিভিড 2,91,532 টাকা এবং S ভেরিয়েন্ট 3,13,553 টাকা।
দিল্লি : ডেনিম ভেরিয়েন্ট 2,69,511 টাকা, ভিভিড ভেরিয়েন্ট 2,91, 532 টাকা এবং S ভেরিয়েন্টের দাম 3,13,553 টাকা।
চণ্ডীগড় : ডেনিম 2,60,261 টাকা, ভিভিড 2,81,474 টাকা এবং S ভেরিয়েন্টের দাম 3,02,688 টাকা।
তালিকা থেকে স্পষ্ট যে, গাড়িটির সবচেয়ে বেশি দাম বেঙ্গালুরুতে আর সবচেয়ে কম দাম চণ্ডীগড়ে। আসলে RTO এবং ইন্স্যুরেন্স ব্যতিরেকে গাড়ির দাম ভিন্ন ভিন্ন হয়। বাইকটি বুকিং করার জন্য আপনাকে 5000 টাকা খরচ করতে হবে।
এবিষয়ে জানিয়ে রাখি যে, HD X440 এর বড় প্রতিদ্বন্দ্বী Bajaj-Triumph Speed 400 এর অন রোড দামও সামনে এসেছে। Speed 400 এর অন-রোড প্রাইজ রয়েছে 2,67,997 টাকা। আপাতত এই দুই বাইক একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই সংস্থাই Royal Enfield এর সাথে লড়বে বাজার দখলের জন্য।