TRENDS
Advertisement

লঞ্চ হওয়ার আগেই ফাঁস Hero Karizma XMR এর ডিজাইন! শক্তিশালী ইঞ্জিনের সাথে থাকবে দুর্দান্ত ফিচার্স

Hero Motocorp এর আসন্ন Karizma XMR নিয়ে বাজারে বেশ হাইপ তৈরি হয়েছে। বহুদিন ধরে এই বাইকের ওপর কাজ করেছে হিরো। সম্প্রতি সেই বাইকের সাইড প্রোফাইল স্টাইলিং ফাঁস হয়ে গিয়েছে বাজারে।…

Published By: Ritwik | Published On:

Hero Motocorp এর আসন্ন Karizma XMR নিয়ে বাজারে বেশ হাইপ তৈরি হয়েছে। বহুদিন ধরে এই বাইকের ওপর কাজ করেছে হিরো। সম্প্রতি সেই বাইকের সাইড প্রোফাইল স্টাইলিং ফাঁস হয়ে গিয়েছে বাজারে। ডিজাইন পেটেন্ট করার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে ডিজাইন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

যদিও অন্য কোনো তথ্য সামনে আসেনি, কিন্তু পেটেন্ট ইমেজ থেকে জন্য যাচ্ছে যে, গাড়িতে ক্লিপ-অন হ্যান্ডেল বার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অপেক্ষাকৃত বড় জ্বালানী ট্যাঙ্ক, স্প্লিট সিট সেটআপ, সামনে এবং পিছনে ব্রেক ডিস্ক, সাইড মাউন্টেড এক্সজস্ট, স্প্লিট গ্র্যাব রেল ইত্যাদির মতো ডিজাইনের বিবরণ স্পষ্ট।

লঞ্চ হওয়ার আগেই ফাঁস Hero Karizma XMR এর ডিজাইন! শক্তিশালী ইঞ্জিনের সাথে থাকবে দুর্দান্ত ফিচার্স
source : autocar india

নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। যদিও এসবই গোপনে থাকার কথা কিন্তু ডিজাইন লিক হওয়ার সাথে সাথেই ফাঁস হয়ে গিয়েছে সমস্ত বিবরণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, নতুন প্রজন্মের Hero Karizma’র সাথে Xtreme 200S এর অনেকখানি মিল পাওয়া যাবে।লঞ্চ হওয়ার আগেই ফাঁস Hero Karizma XMR এর ডিজাইন! শক্তিশালী ইঞ্জিনের সাথে থাকবে দুর্দান্ত ফিচার্স

Xtreme 200S এর মেকানিকাল বিবরণ থাকলে গাড়িতে একটি 199.6cc এর ইঞ্জিন থাকবে। যা 18 PS শক্তি এবং 16.45 Nm টর্ক উত্পাদন করতে পারে। উল্লেখ্য, কবে আসছে এই নতুন বাইক সেই নিয়ে এক্ষুণি কোনো তারিখ ঘোষণা করেনি Hero। তবে নয়া Karizma XMR যে Bajaj Pulsar RS200-এর যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

About Author