পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে একজোট হয়েছে সারাবিশ্ব। আর সেই পদক্ষেপেরই একটা অংশ জ্বালানি চালিত গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ি। কিন্তু সেখানে সমস্যা বিস্তর। প্রথমেই সবচেয়ে বড় অসুবিধা হলো গাড়ির রেঞ্জ। বিশেষ করে ভারতে, যেখানে বৈদ্যুতিক গাড়ির জন্য এখনো সেইভাবে পরিষেবা গড়ে ওঠেনি। এক্ষেত্রে আপনার কাছে বিকল্প হয়ে উঠতে পারে CNG গাড়িগুলো। দূষণও নেই এবং সাথে রেঞ্জও পাওয়া যায় বিস্তর, তাই আপনার তালিকায় EV-র পরিবর্তে থাকুক এই পাঁচ CNG গাড়ি।
১) Hyundai Grand i10 NIOS CNG : কোরিয়ান গাড়ি নির্মাতা Hyundai Motors এর সবথেকে সস্তা গাড়ির মধ্যে একটি এই i10 Nios। সেটির CNG ভেরিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। বাজারে সেটির দাম শুরু হচ্ছে ৭.৫৮ লক্ষ টাকা থেকে।
২) Tata Tiago NRG CNG : টাটা মোটরও পিছিয়ে নেই CNG গাড়ির ক্ষেত্রে। EV তে রেকর্ড গড়ার পর CNG এর মার্কেটেও দখল নিতে চাইছে Tata Motors। ২৬ কিলোমিটার রেঞ্জের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৮ লক্ষ টাকা থেকেই।
৩) Tata Altroz CNG : পেট্রোল তো বটেই, সাথে CNG ভেরিয়েন্টেও গাড়ি লঞ্চ করেছে টাটা মোটরস। ১০.০২ লক্ষ টাকার বিনিময়ে কিনতে পারেন এই গাড়িটি। বিরাট বড় ১৫০ লিটারের বুট স্পেস পেয়ে যাবেন এখানে।
৪) Maruti Suzuki Brezza CNG : ভারতের সবথেকে বেশি CNG গাড়ি বিক্রি করে মারুতি। তাদের মধ্যে Brezza CNG মডেলটি সর্বাধিক বিক্রিত। স্মার্ট হাইব্রিড প্রযুক্তির এই গাড়িটির দাম রয়েছে ৯ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা। ৩২৮ লিটারের বুট স্পেস রয়েছে এখানে।
৫) Grand Vitara and Toyota Hyryder : বর্তমানে টয়োটা এবং সুজুকি একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন Vitara এবং Hyryder নিয়ে এসেছে। vitara SUV টির দাম শুরু হচ্ছে ১২.৮৫ লাখ থেকে ১৪.৮৫ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে Toyota Hyryder এর দাম রয়েছে ১৫.৪৪ লক্ষ টাকা।
(*ওপরে থাকা সমস্ত দামই Ex-Showroom Price)