![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/best-milege-bikes-1.jpg)
সেপ্টেম্বর মাসে একাধিক দুই চাকা এসেছে বাজারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেগুলোকে।
2023 Royal Enfield Bullet 350
ক্রুজার বাইকের নতুন ভার্সন এসেছে গত মাসে। 1.73 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে লঞ্চ হয়েছে নতুন Bullet 350।
TVS Apache RTR 310
বহু অপেক্ষার পর অবশেষে TVS তাদের নতুন Apache RR 310 এর একটি স্ট্রিট ফাইটার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। জানিয়ে রাখি যে, এই মডেলের দাম থাকছে 2.43 লক্ষ টাকা থেকে 2.64 লাখ টাকার মধ্যে।
Jawa 42 Bobber Black Mirror Variant
Jawa তাদের নতুন 42 Bobber লঞ্চ করেছে কয়েকদিন আগেই। এবার বাজারে এসেছে বাইকের নতুন ব্ল্যাক মিরর সংস্করণ। সেখানে বেশ বড় মেকওভার রয়েছে যা এটিকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং আকর্ষণীয় করে তোলে। বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.25 লক্ষ টাকা।
KTM 390 Duke এবং 250 Duke
উৎসবের মরশুমের আগে KTM নিজেদের নতুন KTM 390 Duke এবং 250 Duke মডেল লঞ্চ করেছে। এই বাইকগুলোর এক্স শোরুম দাম রয়েছে 3,10,520 টাকা এবং 2,39,000 টাকা।
Kawasaki Ninja ZX-4R
Kawasaki ভারতের সবচেয়ে দামি 400cc বাইক লঞ্চ করেছে। Njnja সিরিজের ZX-4R বাইকের এক্স শোরুম দাম 8.49 লক্ষ টাকা। এটি সবচেয়ে প্রিমিয়াম হার্ডওয়্যার দিয়ে তৈরি হয়েছে।
Honda CB300F এবং CB200X
উৎসবের মরশুমে বাজার ধরতে পিছিয়ে নেই হোন্ডাও। তারা CB300F এবং CB200X-এর আপগ্রেডেড মডেলগুলি লঞ্চ করেছে গত মাসেই। উল্লেখ্য, Honda CB300F বাইক অনেক প্রিমিয়াম দামে লঞ্চ হলেও 59,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যায় এখানে।