TRENDS
Advertisement

এসে গেল মারুতির মিনি ফরচুনার, 28 কিমি মাইলেজ সহ এই ফিচারস বাজিমাৎ করবে

ফরচুনার এবং স্কর্পিওর মার্কেট দখল করতে নতুন গাড়ি লঞ্চ করল Maruti Suzuki, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

বাজারে নতুন গাড়ি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দেশের শীর্ষস্থানীয় এই কোম্পানি মাঝেমধ্যেই নানান চটকদার গাড়ি বেশ সস্তায় নিয়ে হাজির হয়। এই বিষয়ে মারুতি সুজুকির ট্র্যাক রেকর্ড বেশ ভাল। সম্প্রতি নতুন একটি MPV অর্থাৎ Multi Purpose Vehicle লঞ্চ করেছে তারা। XL 6 এর পর মারুতি সুজুকি বাজারে নিয়ে এল নয়া XL 7।  এসে গেল মারুতির মিনি ফরচুনার, 28 কিমি মাইলেজ সহ এই ফিচারস বাজিমাৎ করবে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাজারে MPV এর বিপুল চাহিদা রয়েছে। স্বাভাবিক ভাবেই অন্যান্য কোম্পানির মতো মারুতি সুজুকিও তাই এই সেগমেন্টে নতুন গাড়ি লঞ্চ করেছে। এখানে চিত্তাকর্ষক মাইলেজ, আধুনিক ফিচারস সহ নানান ডিজাইন দেখা যাচ্ছে। XL 6 এর মতো এই গাড়িতেও শার্প হেডল্যাম্প পেয়ে যাবেন। এক্সটেরিয়রের মতো ইন্টেরিয়রেও মিল দেখা যাবে XL 6 এর সাথে।

এসে গেল মারুতির মিনি ফরচুনার, 28 কিমি মাইলেজ সহ এই ফিচারস বাজিমাৎ করবে

7-ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, কিলেস এন্ট্রি এবং পুশ-বাটন স্টার্টের মতো ফিচারস রয়েছে গাড়িতে। Maruti XL7 মারুতি সুজুকির SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) প্রযুক্তির সাথে আসে। যা গাড়ির কর্মক্ষমতা বাড়ায় এবং গ্রাহকদের মধ্যে আরো আপিলিং করে তোলে।

এসে গেল মারুতির মিনি ফরচুনার, 28 কিমি মাইলেজ সহ এই ফিচারস বাজিমাৎ করবে

উল্লেখ্য যে, Maruti XL7-এ 1.5-লিটার K15B পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 103 bhp শক্তি এবং 138 Nm টর্ক উৎপন্ন করে। আর এই ইঞ্জিন 5-স্পীড ম্যানুয়াল বা 4-স্পীড অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত। XL7 MPV গাড়িটি লঞ্চ হয়েছে 10.74 লাখের এক্স শোরুম দামের সাথে। যা গাড়িটিকে বেশ সাশ্রয়ী বিকল্প করে তোলে।

About Author