TRENDS
Advertisement

পাত্তা পাবেনা রোলস রয়েসও, এটাই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার

দামী দামী গাড়ির বিভিন্ন ছবি এবং ভিডিও নিশ্চয়ই দেখেছেন। বর্তমানে Youtube Shorts এবং Instagram Reels এর দৌলতে বিলাসবহুল গাড়ির সাথে পরিচয় হয়েছে অনেকের। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি গাড়ির…

Published By: Ritwik | Published On:

দামী দামী গাড়ির বিভিন্ন ছবি এবং ভিডিও নিশ্চয়ই দেখেছেন। বর্তমানে Youtube Shorts এবং Instagram Reels এর দৌলতে বিলাসবহুল গাড়ির সাথে পরিচয় হয়েছে অনেকের। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি গাড়ির দাম কত হতে পারে? আজ সেই নিয়েই জানাচ্ছি চলুন।পাত্তা পাবেনা রোলস রয়েসও, এটাই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

দামী গাড়ির কথা বললে নাম আসবে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ বা ফেরারির কথা। তার চেয়েও দামী গাড়ির কথা বললে হয়তো রোলস রয়েস বা কাডিলাকের নাম আসবে। এগুলোর দাম হয় ভারতীয় মুদ্রায় ২ কোটি থেকে ২০ কোটির মধ্যে। কিন্তু বিশ্বের সবচেয়ে দামী গাড়ি এর চেয়েও অনেকগুণ বেশী দামী!পাত্তা পাবেনা রোলস রয়েসও, এটাই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার

পাত্তা পাবেনা রোলস রয়েসও, এটাই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার
Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupé

আজ এমন একটি গাড়ির কথা জানাবো আপনাদের যার দাম সম্পর্কে আপনি হয়তো ভাবতেও পারবেন না। কিন্তু টাকার অঙ্ক শুনলে একদম চমকে যাবেন। কোনো বিলিয়নিয়ার চাইলেও আর গাড়িটা সম্ভবত কেনা যাবে না। গাড়িটি কিন্তু একেবারেই নতুন না, বরঞ্চ কয়েক বছরের পুরানো।

পাত্তা পাবেনা রোলস রয়েসও, এটাই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার
1995 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupé

এই গাড়িটি হলো ১৯৯৫ সালের মার্সিডিজ-বেঞ্জ। নাম Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupé। ভিন্টেজ এই গাড়ির দাম ১৪.৩ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১১০৯ কোটি টাকা। এটিই বিশ্বের সবচেয়ে দামী গাড়ি। মার্সিডিজ-বেঞ্জের রেসিং ডিপার্টমেন্ট এই ধরনের মাত্র দু’টি গাড়ি তৈরি করেছিল তারা।

এক প্রাইভেট কালেক্টরের কাছে রয়েছে একটি গাড়িকে। সেটিকে বিভিন্ন প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়। তবে দ্বিতীয় সবচেয়ে দামী গাড়ির খেতাবও মার্সিডিজের কাছেই থাকবে। যদিও এটি গাড়িটি তারা বিক্রি করেনি। কারণ সেটি তাদের যাদুঘরের শোভা বর্ধন করবে। এর আগে ১৯৬২ সালের Ferrari সবচেয়ে দামী গাড়ি থাকলেও এই গাড়িটির দাম তার ৩ গুন বেশি!

About Author