ধীরে ধীরে World Class সমস্ত কিছুই ভারতের বুকে আসছে। ছেড়ে বেরিয়ে গেলেও ফেরত এসেছে Harley Davidson। GDP PPP তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতক উপেক্ষা করা সহজ নয়। আর তাই ওয়ার্ল্ড ক্লাস সমস্ত পণ্যই আজ ভারতে উপলব্ধ। তালিকায় নাম লেখাল Honda। সদ্যই তারা ভারতে নিজেদের সেরা বাইক লঞ্চ করেছে। শীঘ্রই আপনি কিনতে পারেন Honda-র Gold Wing Tour বাইক।
ভারতে হন্ডার ফ্ল্যাগশিপ মোটরবাইক Gold Wing Tour লঞ্চ করেছে কোম্পানি। সুরক্ষার জন্য রয়েছে এয়ারব্যাগ। পিছনে বেশ হেলান দিয়ে বসতে পারবেন যাত্রী। লং ট্রিপে যান বেরোনোর জন্য একদম আদর্শ এই বাইক। শুক্রবারই ভারতে এটি লঞ্চ করেছে হন্ডা। আর তার মধ্যে ভালই সাড়া ফেলেছে। লঞ্চ করার সাথে সাথেই বাইকটির বুকিংও শুরু হয়েছে।
Honda Gold Wing Tour বাইকে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি সহ বেশ বড় আকারের 7 ইঞ্চি কালার TFT ডিসপ্লে পাবেন আপনি। এছাড়া থাকছে ইলেকট্রিক উইন্ডশিল্ড, ব্লুটুথ কানেক্টিভিটি, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, এয়ারব্যাগ এবং USB-C পোর্ট। বাইকটির দাম বিভিন্ন গাড়ির দামের থেকেও বেশী। কারণ Gold Wing Tour এর এক্স শোরুম দাম রয়েছে 39.20 লাখ টাকা।
পাওয়ারট্রেনঃ Honda Gold Wing Tour বাইকে 6 সিলিন্ডার 1833 সিসি লিকুইড কুল ইঞ্জিন পাবেন যা মোট 125 hp শক্তি এবং 170 Nm টর্ক তৈরি করতে পারে। যা কিনা যেকোন গাড়ির থেকেও অনেক বেশি। ইঞ্জিনটির সঙ্গে 7 গতির ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন পাবেন আপনি।ইঞ্জিনটি 4টি মোডে ছুটতে পারে এগুলো হল ট্যুর, স্পোর্ট, ইকো এবং রেইন।উল্লেখ্য, আগামী অক্টোবর মাস থেকে বাইকটির ডেলিভারি শুরু হবে।