TRENDS
Advertisement

তামিমের গাড়ির কালেকশন দেখলে চমকে উঠবেন, বাংলাদেশী এই ক্রিকেট তারকার রয়েছে এই লাক্সারি গাড়ি

বাংলাদেশ ক্রিকেট দলের বিখ্যাত তারকা তামিম ইকবাল খান। যদিও চলতি বছর বিশ্বকাপের দলে তার স্থান হয়নি, তবুও নিজের অতীত পারফরম্যান্সের কারণে সেলিব্রিতি ব্যাটসম্যান তামিম। ক্রিকেট ছাড়া তার রয়েছে বিলাসবহুল গাড়ির…

Published By: Ritwik | Published On:

বাংলাদেশ ক্রিকেট দলের বিখ্যাত তারকা তামিম ইকবাল খান। যদিও চলতি বছর বিশ্বকাপের দলে তার স্থান হয়নি, তবুও নিজের অতীত পারফরম্যান্সের কারণে সেলিব্রিতি ব্যাটসম্যান তামিম। ক্রিকেট ছাড়া তার রয়েছে বিলাসবহুল গাড়ির শখ। এর আগে আমরা সাকিবের গাড়ির কালেকশন সম্পর্কে জানিয়েছি আপনাদের, আজ তামিমের কেমন গাড়ি রয়েছে দেখে নেওয়া যাক। তামিমের গাড়ির কালেকশন দেখলে চমকে উঠবেন, বাংলাদেশী এই ক্রিকেট তারকার রয়েছে এই লাক্সারি গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অনেকেই হয়ত জানেন না যে, বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে প্রথম BMW এর মালিক হন তামিম। তার কাছে রয়েছে বিখ্যাত BMW 5 সিরিজের গাড়ি। শুধু তাই নয় তার গ্যারাজে শোভা পাচ্ছে একগুচ্ছ বিলাসবহুল গাড়ি।রয়েছে Toyota Royal Premio, Toyota Royal Crown, Lexus এর মতো বিলাসবহুল চারচাকা।

তামিমের গাড়ির কালেকশন দেখলে চমকে উঠবেন, বাংলাদেশী এই ক্রিকেট তারকার রয়েছে এই লাক্সারি গাড়ি

তামিমের কালেকশনের মধ্যে সবথেকে দামি গাড়ি BMW 5 সিরিজ। ভারতীয় মুদ্রায় গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 65 লাখ থেকে 68 লাখ টাকা।গাড়ির শক্তিশালী ইঞ্জিন মাত্র 7.3 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি গতিতে পৌঁছে যায়। 12.3 ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, এয়ারব্যাগ, অটোমেটিক হেডল্যাম্প, LED লাইটিং, ক্র্যাশ সেন্সর এর মতো ফিচার্স রয়েছে গাড়িতে। উল্লেখ্য যে, বাংলাদেশি টাকায় গাড়িটির দাম 1 কোটি টাকারও বেশি।

তামিমের গাড়ির কালেকশন দেখলে চমকে উঠবেন, বাংলাদেশী এই ক্রিকেট তারকার রয়েছে এই লাক্সারি গাড়ি

BMW 5 সিরিজ ছাড়া তামিম ইকবালের কাছে রয়েছে Lexus, Toyota Premio ও Royal Crown। Toyota Premio ও Royal Crown-এর দাম 12 লক্ষ এবং 26 লক্ষ টাকার আশেপাশে। Lexus-এর কোন মডেল জানা না যাওয়ার কারণে এই গাড়িটির দাম আন্দাজ করা যায়নি। তবে সাকিবের পর তার কাছেই যে সবচেয়ে বড় কালেকশন রয়েছে এই নিয়ে সিন্দেহ নেই।

About Author