2024 সালে KTM তাদের লেটেস্ট 890 Adventure R Rally-বাইকটির সীমিত সংস্করণ লঞ্চ করবে কোম্পানি। শক্তি এবং স্টাইলের আদর্শ সংমিশ্রণ 890 Adventure R Rally। নতুন মডেলটি লঞ্চ হবে আগামী বছর, কিন্তু সম্প্রতি সীমিত সংস্করণের বাইকটির জন্য বুকিং শুরু হয়। উল্লেখ্য, বুকিং শুরু হওয়ার কয়েক মুহূর্তেরে মধ্যেই বুকিং শেষও হয়ে যায়।
বাইকপ্রেমীরা ঝাঁপিয়ে পড়েন নতুন বাইকটি কেনার জন্য। আসলে KTM এই নতুন বাইকের মাত্র 700 ইউনিট বিক্রি করবে। লিমিটেড এডিশন হওয়ার কারণে এত জলদী বিক্রি শেষ হয়।গত 20 সেপ্টেম্বর 2023 তারিখে বাইকের বুকিং শুরু হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাত্র তিন দিনের মধ্যে বাইকের সমস্ত ইউনিট বুক Complete হয়ে যায়।
2024 KTM 890 Adventure R Rally বাইকটি আকর্ষণীয় ডুয়েল টোন কালারের সাথে আসছে। লিমিটেড সংস্করণের বাইকে শক্তিশালী 889 cc পেট্রোল ইঞ্জিন রয়েছে। শক্তিশালী বাইকটি প্যারালাল টুইন LC8c মোটরের সাথে আসে। হেভি ডিউটি বাইকটির এক্স-শোরুম দাম রয়েছে 20.22 লক্ষ টাকা।
6 গতির গিয়ারবক্স সহ লঞ্চ হয়েছে KTM 890 Adventure R। লিকুইড কুল ইঞ্জিন সহ বাইকে 77 কিলোওয়াট ব্যাটারি রয়েছে। 890 Duke রাইডারদের বিভিন্ন সুরক্ষা এবং পারফরম্যান্সের সুবিধা দেয়। বিভিন্ন রাইডিং মোড, ABS, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফ্টার, এবং কাস্টমাইজড TFT ডিসপ্লে রাইডারদের উন্নত অভিজ্ঞতা দেয়।
মোটরসাইকেলটির সামনে একটি 320 মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে 260 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। ক্রোমিয়াম-মলিবডেনাম-স্টিল ফ্রেম দারুণ শক্তিশালী।890 Adventure R এর সর্বোচ্চ গতি রয়েছে 210 কিমি/ঘন্টা। মাত্র 3 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টায় পৌছতে সক্ষম KTM এর নতুন বাইক।
উল্লেখ্য ভারতের বাজারে 890 Adventure R বাইকের প্রতিযোগিতা চলবে Royal Enfield Interceptor এবং Continental GT-এর সাথে। এছাড়াও Yamaha R7, Triumph Street Triple এবং Ducati Scrambler Desert Sled এর মত বাইক এর সাথেও প্রতিযোগিতা করে।