TRENDS
Advertisement

পারফরম্যান্স এবং ডিজাইনের সঙ্গে থাকছে জম্পেশ মাইলেজ, এগুলোই দেশের সবচেয়ে শক্তিশালী 125 সিসির বাইক

শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত ডিজাইনের সাথে দূর্দান্ত মাইলেজ পাওয়া যচ্ছে এই বাইকগুলোতে! শক্তি এবং মাইলেজের আশ্চর্য মিশ্রণ রয়েছে এই তিনটি বাইকে

Published By: Ritwik | Published On:

100 সিসির পরিবর্তে বর্তমানে 125 সিসির বাইকগুলো বাজারে হটকেকের মতো বিক্রি চলছে।আর তাইত বিভিন্ন ব্র্যান্ড যেমন KTM থেকে Bajaj সবাই শক্তিশালী বাইক লঞ্চ করেছে এই সেগমেন্টে। কিন্তু এদের মধ্যে মাইলেজ কোনখানে বেশি পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

TVS Raider  পারফরম্যান্স এবং ডিজাইনের সঙ্গে থাকছে জম্পেশ মাইলেজ, এগুলোই দেশের সবচেয়ে শক্তিশালী 125 সিসির বাইক  
125 সিসি সেগমেন্টে TVS Raider বেশ জনপ্রিয়।124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুল প্রযুক্তির ইঞ্জিন মোট 11.2 bhp শক্তি এবং 11.2 Nm পিক টর্ক জেনারেট করে। 5-গতির গিয়ারবক্স সহ Raider 125-এর বর্তমান এক্স-শোরুম দাম 93,719 টাকা।

Bajaj Pulsar 125 / NS125 পারফরম্যান্স এবং ডিজাইনের সঙ্গে থাকছে জম্পেশ মাইলেজ, এগুলোই দেশের সবচেয়ে শক্তিশালী 125 সিসির বাইক 
Pulsar নিয়ে নতুন করর বলার কিছু নেই। আজ ভারতে একটি অতীব সুপরিচিত ব্র্যান্ড Bajaj Pulsar।125 সিসি সেগমেন্টে Bajaj লঞ্চ করেছে Pulsar NS 125 এবং Pulsar 125। বাইকে 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন মোট 11.8 bhp শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করে। বাইকেরএক্স-শোরুম দাম 89,254 টাকা।

KTM 125 Duke পারফরম্যান্স এবং ডিজাইনের সঙ্গে থাকছে জম্পেশ মাইলেজ, এগুলোই দেশের সবচেয়ে শক্তিশালী 125 সিসির বাইক
এবার আসছি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক KTM 125 Duke নিয়ে। রেসিং বাইক হওয়ার কারণে মারাত্মক শক্তিশালী 125 Duke এর ইঞ্জিন। তবে গাড়িটির মাইলেজও কিন্তু দারুণ। 125 Duke বাইকে 124.7 সিসির ইঞ্জিন সমেত মোট 14.3 bhp শক্তি এবং 12 Nm পিক টর্ক উৎপন্ন করে। 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্স সহ 125 Duke বাইকের এক্স শোরুম দাম 1.78 লক্ষ টাকা।

About Author