TRENDS
Advertisement

শাহরুখ নাকি সলমন, কার গাড়ির কালেকশন বেশি? রইল দুই তারকার বিশেষ বাহনের হদিশ

দুই খানের মধ্যে কার গাড়ির কালেকশন বেশি দামী? দেখে নিন বিস্তারিত

Published By: Ritwik | Published On:

বলিউডের দুনিয়াতে দুই বিখ্যাত অভিনেতা শাহরুখ খান এবং সলমন খান। ফিল্মি জগতে তারা দুজনেই দারুণ বিখ্যাত। একজনকে তো মানুষ বাদশাহ বলেই ডেকে থাকেন। অন্যজন আবার টাইগার! সিনেমা জগতে দুই হিরোর প্রতিদ্বন্দ্বীতার গল্প নতুন কিছু নয়। একেরপর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। কিন্তু আজ আমরা অন্য এক প্রতিযোগিতার কথা বলতে চলেছি। আমাদের আজকের টপিক দুই মেগাস্টারের গাড়ির কালেকশন। শাহরুখ নাকি সলমন, কার গাড়ির কালেকশন বেশি? রইল দুই তারকার বিশেষ বাহনের হদিশ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বলিউডের দুই বিখ্যাত অভিনেতার কাছেই এক সে বড় কর এক গাড়ি রয়েছে। কিন্তু আজ আমরা দেখবো কে এগিয়ে।

শাহরুখ খানের গাড়ির কালেকশন

shahrukh khan car collection

কিং খানের গ্যারেজে এক ডজনেরও বেশি বিলাসবহুল চার চাকা রয়েছে। জানিয়ে রাখি শাহরুখের কালেকশনে কিছু মডেল রয়েছে যা সারা দুনিয়ার হাতে গোনা কয়েকজনের কাছে রয়েছে। শাহরুখের কাছে থাকা সবচেয়ে দামী গাড়ি Buggati Veyron। 12 কোটি টাকা দামের Veyron যেমন Stylish তেমনই শক্তিশালী।

এছাড়া স্বাভাবিক ভাবেই তার কাছে Rolls Royce থাকবে। তবে একটি নয়, দুটি Rolls Royce রয়েছে শাহরুখের। একটি হলো Cullinan Black Badge যার দাম 10 কোটি অন্যটি Rolls Royce Phantom Drophead Coupe। সেটির বাজারদর 7.60 কোটি টাকা। এছাড়া 4 কোটি টাকার কাস্টমাইজ ভ্যানিটি ভ্যান, 3.57 কোটি টাকার Bentley Continental GT, 2.82 কোটি টাকার BMW 7 সিরিজ, 1.19 কোটির BMW 6 সিরিজ, 2.19 কোটি টাকার Land Rover Range Rover Sport ইত্যাদি।

শাহরুখ নাকি সলমন, কার গাড়ির কালেকশন বেশি? রইল দুই তারকার বিশেষ বাহনের হদিশ

উল্লেখ্য শাহরুখের গ্যারেজে সবচেয়ে সস্তা গাড়ি Mitsubishi Pajero এবং Hyundai Creta। এগুলোর দাম 25 লক্ষ টাকা এবং 17.87 লক্ষ টাকা।

সলমান খানের গাড়ি কালেকশন

শাহরুখ নাকি সলমন, কার গাড়ির কালেকশন বেশি? রইল দুই তারকার বিশেষ বাহনের হদিশ

শাহরুখের থেকে খুব পিছিয়ে নেই ভাইজান সলমন খান। Mercedes থেকে Porsche, Range Rover থেকে Audi সবই রয়েছে দবং খানের কাছে। সলমন খানের সবচেয়ে দামী গাড়ি 2.20 কোটি টাকার Audi RS 7। এছাড়া তিনি যে Mercedes এর বড় ফ্যান তা বোঝা যায় তার Mercedes কালেকশন দেখে।

সলমন খানের সংগ্রহে 1.60 কোটি টাকার Mercedes S class, 1.20 কোটি টাকার Mercedes Benz AMG, 79.78 লাখের Mercedes Benz GL রয়েছে। এছাড়া 1.50 কোটি টাকার Porsche Cayenne Turbo, 1.18 কোটির Range Rover Vogue এবং 88 লাখের Nissan Patrol রয়েছে।শাহরুখ নাকি সলমন, কার গাড়ির কালেকশন বেশি? রইল দুই তারকার বিশেষ বাহনের হদিশ

সলমন খানের কাছে থাকা সবচেয়ে সস্তার গাড়ি Lexus LX। বর্তমানে গাড়িটির দাম রয়েছে 35 লক্ষ টাকা।

About Author