TRENDS
Advertisement

Ola S1 Pro VS Simple One, কোন ই- স্কুটার নেবেন আপনি? তুলনা দেখে বুঝে নিন

বাজারে একগুচ্ছ ইলেক্ট্রিক স্কুটার চলে এসেছে, কাকে ছেড়ে কাকে নেবেন! কিন্তু দীর্ঘ দূরত্ব যাওয়ার জন্য এই দুটি স্কুটারই ভারতের সেরা।

Published By: Ritwik | Published On:

সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে Ola S1 pro এবং Simple One বাজারে বেশ বড় সুখ্যাতি কামিয়েছে। কিন্তু আপনি নেবেন কোনটা? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

OLA S1 Pro

Ola S1 Pro VS Simple One, কোন ই- স্কুটার নেবেন আপনি? তুলনা দেখে বুঝে নিন
ইলেক্ট্রিক স্কুটারের বাজারে সবেথেকে আগে এগিয়ে রয়েছে Ola। তাদের ফ্ল্যাগশিপ Ola S1 pro গাড়িটি বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে। প্রায় ১১৬ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সক্ষম এই স্কুটারটি একবার সম্পূর্ন চার্জেই ১৭০ কিমির মাইলেজ দেয়!

Ola S1 Pro VS Simple One, কোন ই- স্কুটার নেবেন আপনি? তুলনা দেখে বুঝে নিন

Ola S1 Pro মাত্র ৫ সেকেন্ডেই ৬০ কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে যায়। ৫৫০০ ওয়াটের মোটর এই গতি হাসিল করতে সাহায্য করে। Ola এর নতুন স্কুটারে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদির মতো ফিচারস পেয়ে যাবেন। S1 Pro এর এক্স শোরুম দাম ১.৩৯ লক্ষ টাকা।

Simple One Ola S1 Pro VS Simple One, কোন ই- স্কুটার নেবেন আপনি? তুলনা দেখে বুঝে নিন

এই স্কুটারে শক্তি রয়েছে 8500V এর। বর্তমানে স্কুটারটির এক্স শোরুম দাম ১.৪৫ লক্ষ টাকা। একবার চার্জে মোট ২১২ কিমি মাইলেজ দেয় ইলেকট্রিক স্কুটারটি। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে ১.৫০ লক্ষ টাকা। দুটি ভেরিয়েন্ট এবং ৪ টি রঙের সাথে বিক্রি হচ্ছে স্কুটারটি। ফাস্ট চার্জারের সাহায্যে ৩ ঘণ্টাতেই শূন্য থেকে ৮০% চার্জ হয়ে যায়।

Ola S1 Pro VS Simple One, কোন ই- স্কুটার নেবেন আপনি? তুলনা দেখে বুঝে নিন

স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে ১০৫ কিমি প্রতি ঘণ্টা। স্কুটারে মোট ৫ kWh ব্যাটারি প্যাক রয়েছে। ডুয়াল টোন কালার অপশনের সাথে ৩০ লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। ৭-ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাবেন আপনি।

About Author